শ্রীলঙ্কার বিশ্বকাপে দলে আবারও পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৯ অক্টোবর ২০২৩
শ্রীলঙ্কার বিশ্বকাপে দলে আবারও পরিবর্তন

ইনজুরির কারণে তৃতীয় বদলি হিসেবে শ্রীলঙ্কান বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হচ্ছেন দুশমন্তা চামিরা। এর আগে ইনজুরি ইস্যুতে লঙ্কান ক্রিকেট স্কোয়াডে যুক্ত হয়েছেন যথাক্রমে চামিকা করুনারত্নে এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ।

সোমবার (৩০ অক্টোবর) পুনেতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন লাহিরু কুমারা। যে কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন কুমারা। পরিবর্তিত হিসেবে লঙ্কান স্কোয়াডে যোগ দিচ্ছেন চামিরা।

লঙ্কান দলের সেরা ক্রিকেটারদের একজন চামিরা। তবে ফিটনেস ঘাটতির কারণে শুরুতে লঙ্কান স্কোয়াডে জায়গা পাননি। বিশ্বকাপে নামার আগে জিম্বাবুয়েতে বাছাইপর্বে পেশীর ইনজুরিতে পড়েছিলেন চামিরা। পরে সেরে উঠলেও আগস্টে অনুষ্ঠিত লঙ্কান প্রিমিয়ার লিগে অংশগ্রহণের সময় আবরও ইনজুরিতে পড়েন তিনি।

১৯ অক্টোবর রিজার্ভ খেলোয়াড় হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে লঙ্কান দলে যুক্ত হন চামিরা। এখন তিনি মূল একাদশে যুক্ত হবেন। এর আগে কাঁধের ইনজুরিতে পড়া মাথিশা পাথিরানার পরিবর্তিত হিসেবে লঙ্কান স্কোয়াডে যুক্ত হয়েছিলেন ম্যাথুজ।

এদিকে, ইনজুরিতে পড়া নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার পরিবর্তিত হিসেবে লঙ্কান স্কোয়াডে যোগ দিয়েছেন চামিকা করুনারত্নে।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশ ক্রিকেট দলের সেমিফাইনালের আশা শেষ হয়ে গেলেও শ্রীলঙ্কার এখনো সে আশা বেঁচে রয়েছে।


শেয়ার করুন :