বিশ্বকাপে শীর্ষ দশ ব্যাটার-বোলারেও নেই বাংলাদেশের কেউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৫ পিএম, ২১ নভেম্বর ২০২৩
বিশ্বকাপে শীর্ষ দশ ব্যাটার-বোলারেও নেই বাংলাদেশের কেউ

স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকাম ফাইনাল দিয়ে শেষ হয়েছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ফাইনালে স্বাগতিকদের কান্নায় ভিজিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ শেষে এবার দেখা হচ্ছে ব্যক্তিগত পারফরম্যান্সে কে কেমন ছিলেন। ব্যাট কিংবা বল হাতে নিজ নিজ দলের পক্ষে কে কতটুকু অবদান রাখতে পেরেছেন।

এবারের বিশ্বকাপে বিশেষ কিছু করার আশায় ছিল বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্য ছিল কমপক্ষে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলা। তবে ব্যাটিং কিংবা বোলিংয়ে সবচেয়ে বাজে পারফর্ম করেছে টাইগার ক্রিকেটাররা।

আসরের লিগ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ মাত্র ২টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ।

লিগ পর্বে আফতানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। নিজেদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ শেষ করায় ব্যাট এবং বোলিংয়ের শীর্ষ দশেও কোন টাইগার ক্রিকেটার জায়গা করে নিতেদ পারেনি।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ট্রফি জয় করতে না পারলেও পুরো আসরে দারুণ খেলেছে স্বাগতিক ভারত। ফাইনাল ম্যাচ ছাড়া বাকি সবগুলো ম্যাচে অপরাজিত ছিল রোহিত শর্র দল। দলটির হয়ে খেলা বিরাট কোহলি পুরো আসরে সবচেয়ে বেশি রান করেছেন। এছাড়া বল হাতে উইকেট শিকারের শীর্ষে রয়েছেন স্বদেশীয় বোলার মোহাম্মদ শামী।

বিশ্বকাপ শীর্ষ দশ ব্যাটার
বিরাট কোহলি (ভারত) ৭৬৫ রান, রোহিত শর্মা (ভারত) ৫৯৭, কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) ৫৯৪, রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড) ৫৭৮, ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড) ৫৫২, ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ৫৩৫, শ্রেয়াশ আয়ার (ভারত) ৫৩০, কে এল রাহুল (ভারত) ৪৫২, রেসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা) ৪৪৮, মিচেল মার্শ (অস্ট্রেলিয়া) ৪৪১।

বিশ্বকাপে শীর্ষ দশ বোলার
মোহাম্মদ সামি (ভারত) ২৪ উইকেট, এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) ২৩, দিলশান মাদুশাঙ্কা (শ্রীলংকা) ২১, জেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা) ২০, জসপ্রিত বুমরাহ (ভারত) ২০, শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) ১৮, মার্কো জানসেন (দক্ষিণ আফ্রিকা) ১৭, মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) ১৬, হারিস রউফ (পাকিস্তান) ১৬, বাস ডি লিড (নেদারল্যান্ডস) ১৬, রবিন্দ্র জাদেজা (ভারত) ১৬, মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) ১৬, জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ১৬।


শেয়ার করুন :