সব ধরনের ক্রিকেট থেকে জনসনের অবসর ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৯ আগস্ট ২০১৮
সব ধরনের ক্রিকেট থেকে জনসনের অবসর ঘোষণা

বিভিন্ন দেশের টি২০ লিগগুলোর সুবাদে মিচেল জনসনের বাঁ-হাতি পেসের ঝড়ের দেখা মিলতো। তবে জনসনের হাত ঘুরানো আর দেখা যাবে না। সব ধরণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন এই অজি তারকা।

জনসনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার প্রায় তিন বছর হতে চললো। ২০১৫ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার জার্সিতে আর না খেলার ঘোষণা দেন তিনি। এবার জুতো জোড়া একেবারে তুলে রাখলেন অজি পেসার। নিজের এক কলামে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

অস্ট্রেলিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য সানডে টাইমসের কলামে জনসন লেখেন, 'আমি আমার শেষ বলটি করে ফেলেছি। নিয়ে নিয়েছি আমার শেষ উইকেটটিও। আমার ক্যারিয়ার এখানেই শেষ। সব ধরনের ক্রিকেট থেকে আমি আমার অবসর ঘোষণা করছি।'

বয়স ৩৬ হয়ে গেছে। এই বয়সে পেসারদের জন্য ফিট থেকে হাত ঘুরানো একটু কঠিন। তবুও সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। আইপিএলেই পিঠের চোটে পড়েন তিনি। ওটাই তার অবসরের কারণ।

জনসন লেখেন, 'আমি আশা করছিলাম হয়তো আরও কিছুদিন টি২০ লিগগুলো খেলতে পারবো। অন্তত আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত খেলতে আগ্রহী ছিলাম। কিন্তু শরীরটা থামতে চাচ্ছিল। সামর্থ্যের পুরোটা দিতে না পারলে খেলে যাওয়ার মানেও হয় না।'

অস্ট্রেলিয়ার হয়ে ৭৩ টেস্টে ৩১৩ উইকেট নিয়েছেন জনসন। ক্রিকেটে বেঁচেছেন তিনি। তাই কোচ হিসেবে কাজ করে ক্রিকেট নিয়েই থাকতে চান জনসন। তিনি বলেন, 'প্রতিদ্বন্দ্বিতার তাড়না আমার মধ্যে এখনও আছে। সে কারণেই নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে ভাবছি। আশা করি, কোচিং বা পরামর্শক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব। কারণ ক্রিকেট আমার শক্তির জায়গা।'


শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারকে ‘নিদারুনভাবে প্রয়োজন’

অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারকে ‘নিদারুনভাবে প্রয়োজন’