আবু হায়দার রনির ৭ উইকেট, ৪০ রানেই শেষ গাজী টায়ার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
আবু হায়দার রনির ৭ উইকেট, ৪০ রানেই শেষ গাজী টায়ার্স

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে মাত্র ৪০ রানে অলআউট করে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজী টায়ার্সকে গুঁড়িয়ে দেওয়ার পথে বাঁহাতি পেসার আবু হায়দার রনি ২০ রানে ৭ উইকেট শিকার করে নাম তুলেছেন রেকর্ড বইয়ে।

শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে গাজী টায়ার্স। আবু হায়দারের বোলিং তোপে ৪০ রানে অলআউট হয়ে যায় গজী টায়ার্স। জবাবে মাত্র ৬.২ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

ব্যাট করতে নেমে আবু হায়দারের বোলিং তোপে পড়ে গাজীর টপ অর্ডার ব্যাটাররা দাঁড়াতেই পাড়েননি। ১১ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দলের ৫ ব্যাটার। সুবিধা করতে পারেননি বাকিরাও।

ব্যাট হাতে ব্যক্তিগত রানে দুই অঙ্কে পৌঁছাতে পেড়েছেন কেবল মাত্র একজন। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন ইফতেখার সাজ্জাদ। বাকি সবাই ছিলেন যাওয়া আসার মাঝে।

১২ ওভারে ৪০ রানের মধ্যে গাজী টায়ার্সের ১০ ব্যাটার সাজঘরে ফিরেন। যা বাংলাদেশের ঘরোয়া ‘লিস্ট এ’ ক্রিকেটে তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০২ সালে জাতীয় ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণে সিলেট বিভাগের বিপক্ষে মাত্র ৩০ রানে অলআউট হয়েছিল চট্টগ্রাম।

জবাবে ব্যাট করতে নেমে ৬.২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১২ বলে ১২ রান রে আউট হন রনি তালুকদার। এছাড়া ব্যাট হাতে ১৯ রানে অধিনায়ক ইমরুল কায়েস এবং মাহিদুল ইসলাম আকন ৫ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে গাজী টায়ার্সকে একাই গুড়িয়ে দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আবু হায়দার রনি।



শেয়ার করুন :