বাংলাদেশি মামুনের ছোঁয়ায় পাল্টে গেছে নেপালের মুলপানি স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৪ এপ্রিল ২০২৪
বাংলাদেশি মামুনের ছোঁয়ায় পাল্টে গেছে নেপালের মুলপানি স্টেডিয়াম

চলতি মাসে নেপালে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট আসর। ঘরোয়া এ আসরকে সামনে রেখে নেপালের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেজেছে ভিন্নরূপে। যার প্রধান কারিগর দেশটির প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পাওয়া বাংলাদেশের মো. আব্দুল আল মামুন।

১৬ এপ্রিল থেকে নেপালে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট, যা শেষ হবে ২৮ এপ্রিল। ১৩ দিনব্যাপী এ আসরকে সামনে রেখে নেপালের জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মুলপানি ক্রিকেট স্টেডিয়ামকে প্রস্তুত করা হয়েছে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচে মুলপানি ক্রিকেট স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে।

ঘরোয়া এ আসরকে সামনে রেখে মুলপানি ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ড দাবার কোটের ন্যায় সাজানো হয়েছে। বাংলাদেশের মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন দৃশ্য সাধারণত দেখা গেলেও নেপালে এটি প্রথম। বাংলাদেশের আব্দুল আল মামুনের হাত ধরে এমন সাজ পেয়েছে নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়াম।

ক্রিকেটে নিজেদের শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে নেপাল। ইতিমধ্যে প্রথমবারের মতো এশিয়া কাপেও খেলার মতো ইতিহাস গড়ছে হিমালয় কন্যা খ্যাত দেশ নেপাল। তারই ধারাবাহিকতায় নিজেদের দুটি স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের উইকেট তৈরি করছে তারা।

মাঠ ও উইকেট তৈরির কাজের জন্য বাংলাদেশের মো. আব্দুল আল মামুনকে প্রধান কিউরেটর নিয়োগ দিয়েছে নেপাল ক্রিকেট। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়োগ পাওয়া মামুনের সাথে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তি করেছে ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রধান গ্রাউন্ডসম্যান মো. আব্দুল আল মামুনকে প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই পাল্টে যায় নেপালের ক্রিকেট। পাল্টে যায় নেপালের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দৃশ্যপট।

নেপালের মুলপানি ক্রিকেট স্টেডিয়ামে মোট সাতটি উইকেট রয়েছে। যার মধ্যে আসন্ন এ টুর্নামেন্টে খেলার জন্য চারটি উইকেট প্রস্তুত করা হয়েছে। এছাড়া ঘাস কেটে দাবার কোটের ন্যায় তৈরি করা হয়েছে আউট ফিল্ড।

কিউরেটর আব্দুল আল মামুনের এমন কাজে খুশি ক্রিকেট এসোসিয়েশন অব নেপাল (সিএএন)। আব্দুল আল মামুনকে প্রশংসায় ভাসাচ্ছেন সিএএনের কর্মকর্তারা। দৃষ্টিনন্দন মাঠের ছবি স্যোশাল মিডিয়ার শেয়ার করছেন তারা।

আব্দুল আল মামুনের সাথে স্পোর্টসমেইল২৪.কম যোগাযোগ করলে করলে তিনি বলেন, “দোয়া করবেন, যেন বাংলাদেশ এবং বিসিবির মান রক্ষা করতে পারি। নেপাল ক্রিকেট আমার কাজে দারুণভাবে সহযোগীতা করছে। যার কারণেই এখানে কাজ করতে পারছি। নেপাল ক্রিকেটকেও আমি ধন্যবাদ জানাতে চাই।”


শেয়ার করুন :