তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দু’টি ভিন্ন গ্রুপে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি পাকিস্তানে পৌঁছায় দুই গ্রুপে থাকা খেলোয়াড়রা।
প্রথম গ্রুপটি শনিবার এবং দ্বিতীয় ও শেষটি গ্রুপটি রোবাবর পাকিস্তানে পা রেখেছে। এর আগে আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে হারের স্বাদ নিয়েছে টাইগাররা।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে যথাক্রমে- ২৮ ও ৩০ মে এবং পহেলা জুন। সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী সিরিজ শুরুর আগে ২৬ ও ২৭ মে লাহোরে অনুশীলন করবে বাংলাদেশ দল।
চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শেষে দলের সাথে যোগ দেবেন মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন। আজ রাতে পিএসএলের ফাইনালে কুয়েটা গ্লাডিয়েটর্সের মুখোমুখি হবে মিরাজ-রিশাদের লাহোর কালান্দার্স। ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। খুব শিগগিরই দলের সাথে যুক্ত হবেন ফিজও।
এর আগে পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নেন পেসার নাহিদ রানা, ফিল্ডিং কোচ জেমস পামমেন্ট এবং ট্রেনার নাথান কেইলি। পিঠের ইনজুরির কারণে পাকিস্তান সফর থেকে ছিটকে যান ব্যাটার সৌম্য সরকার।
বাংলাদেশ দল
লিটন দাস (অধিনায়ক), মাহেদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান ও শরিফুল ইসলাম।