বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে বিসিবি থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঈদের ছুটি শেষে সভাপতি বুলবুলের নেতৃত্বে বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বিসিবি সভাপতি তিনজনকে প্রেসিডেন্টস এডভারজার কমিটিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তারা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।
বিসিবি থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়, তিনজনের মধ্যে পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন আবিদ হোসেন সামি এবং আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
সাখাওয়াত হোসেন দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এ অঙ্গনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি। এছাড়া আবিদ হোসেন সামি ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে পরিচিত। তিনি ঘরোয়া কিছু ম্যাচও খেলেছেন।