চলতি বছরের অক্টোবরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসার সূচি ছিল ভারতের। তবে নিরাপত্তা অজুহাতে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে অসম্মতি জানালে শেষ পর্যন্ত সিরিজটি এক বছর পেছানো হলো। দুই বোর্ডের সম্মতিতে সাদা বলে সিরিজ দুটি ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাঠানো এক বিবৃতি এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে, ২০২৫ সালের আগস্টে হোয়াইট বল সিরিজটি (তিন ম্যাচের ওয়ানডেও টি-টোয়েন্টি) ২০২৬ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রতিশ্রুতি এবং উভয় দলের সময়সূচির সুবিধা বিবেচনা করে আলোচনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
একই সাথে বিসিবি জানায়, ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রত্যাশিত এ সিরিজের জন্য ভারতকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ। সফরের সংশোধিত তারিখ এবং সূচি যথা সময়ে ঘোষণা করা হবে।
চলতি বছরের ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। সিরিজটির সূচিও ঘোষণা করা হয়েছিল। তবে বাংলাদেশের ‘নিরাপত্তা’ নিয়ে সন্তুষ্ট না হওয়ার অজুহাতে ভারত সরকারের অনুমতি পাচ্ছিল না বিসিসিআই।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার নিয়ে অসন্তুষ্টে ভুগছে ভারত। তবে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় রয়েছে।
নির্বাচন হলে ২০২৬ সালে সেপ্টেম্বরে ভারত সফরের সময় বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকবে। ড. ইউনূসের পরিবর্তে নির্বাচিত সরকারের সময়ই বাংলাদেশে সফরে আসার তারিখ নির্ধারণ করলো ভারত।