একদাশে তাসকিন, শান্তকে নিয়েই ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৮ জুলাই ২০২৫
একদাশে তাসকিন, শান্তকে নিয়েই ফিল্ডিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ফিল্ডিং করা বাংলাদেশ হাসান মাহমুদকে বসিয়ে রেখে তাসকিন আহমেদকে একাদশে নিয়েছে বাংলাদেশ। একই সাথে ইনজুরির আক্রান্ত হলেও ফিটনেস পরীক্ষায় পাস মার্ক পেয়ে টিকে গেছেন নাজমুল হোসেন শান্ত।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডেতে ১-১ করে জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। ফলে পাল্লেকেতে সিরিজের শেষ ওয়ানডে  ম্যাচটি দুই দলের জন্য ফাইনালে পরিণত হয়েছে।

ম্যাচটি বাংলাদেশের সামনে একটি মাইলফলও বটে। এ ম্যাচে জয় পেলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়বে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। 

সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে বাংলাদেশ ২টি এবং শ্রীলঙ্কা ৬টি সিরিজ জিতে। দুই সিরিজ ড্র হয়। এছাড়া এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুস্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিত আসালঙ্কা (অধিনায়ক), জানিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিতা ফার্নান্ডো।



শেয়ার করুন :