মিরপুরে সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রির আয়া সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং জুলাইয়ের শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে। সাম্প্রতিক জাতীয় ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে মানবিক প্রচেষ্টায় এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবিসি থেকে জানানো হয়, সংহতি ও স্মরণের নিদর্শন হিসেবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবার এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে (যা ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের পরিবার এবং আহতদের সহায়তা করে) আজকের (বৃহস্পতিবার) ম্যাচের টিকিট থেকে সম্পূর্ণ আয় দান করা হবে।
এ বিষয়ে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, “বাংলাদেশে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটা খেলার চেয়েও বেশি কিছু। ক্রিকেট আমাদের জাতীয় আত্মার একটি অংশ। শোক ও স্মরণের সময়ে, আমাদের অবশ্যই একটি সম্প্রদায় হিসেবে একসাথে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক ট্র্যাজেডিতে যারা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নিরাময় প্রক্রিয়ায় ক্ষুদ্র অবদান রাখতে চায় বিসিবি। আমাদের সমবেদনা নিহতদের পরিবার এবং প্রিয়জনদের সাথে সব সময় রয়েছে।”
একই সাথে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে উপস্থিত সকল ভক্ত-সমর্থকদের তাদের সমর্থন এবং উদারতার জন্য বিসিবি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।