সাথিরা জাকির জেসির হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হচ্ছে। চলতি বছর নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশি কোনও আম্পায়ার দায়িত্ব পালন করবেন। তিনি আর কেউ নন, জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি।
জেসিকে ২০ ওভারের বিশ্বকাপের পর এবার ওয়ানডে বিশ্বকাপেও আম্পায়ারিংয়ে দেখা যাবে। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সাথিরা জাকির জেসি শুধু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নয়, এশিয়া কাপ (টি-টোয়েন্টি) এবং অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপেও আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার আইসিসি মূল বিশ্বকাপে (ওয়ানডে) আম্পায়ারিং করার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।
২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কায়। রাজনৈতিক কারণে পাকিস্তান দল ভারতে না খেলায় তাদের ম্যাচগুলো আয়োজন করবে শ্রীলঙ্কা।
বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে নারীদের এ বিশ্বাকাপ।