মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৫ নভেম্বর ২০১৮
মাশরাফিকে ছাড়িয়ে গেলেন তাইজুল

মাশরাফিকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম।  জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে সিকান্দার রাজাকে আউট করার পথে তিনি এ মাইলফলক স্পর্শ করেন তিনি। এটাই তার ক্যারিয়ারে প্রথম ১০ উইকেট নেওয়ার কীর্তি।

তার আগে টেস্টে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন কেবল তিন টাইগার ক্রিকেটার। তারা হলেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান এবং এনামুল হক জুনিয়র। এক ম্যাচে ১০ উইকেট নেয়া চার বোলারের সবাই হলেন স্পিনার।

এনামুল হক জুনিয়র ২০০৫ সালে, সাকিব আল হাসান ২০১৪ ও ২০১৭ সালে দু’বার এবং মেহেদি হাসান মিরাজ ২০১৬ সালে নিয়েছিলেন ১০টি কিংবা তার বেশি উইকেট। এ তিনজনের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে এক ম্যাচে দশ উইকেট নেয়ার কীর্তি গড়লেন তাইজুল।

সিকান্দার রাজাকে বোল্ড করার মধ্য দিয়ে মাশরাফি বিন মর্তুজাকেও ছাড়িয়ে গেলেন তাইজুল ইসলাম। মাশরাফিকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে উঠে এলেন তিনি।

মাশরাফি তার ক্যারিয়ারে ৩৬ টেস্ট খেলে নিয়েছেন মোট ৭৮টি উইকেট। ২০তম টেস্ট খেলা তাইজুলের উইকেট সংখ্যা এখনও পর্যন্ত ৭৯টি। ৭৮ উইকেট পেতে মাশরাফি যেখানে বোলিং করেছেন ৫১ ইনিংসে। সেখানে এখনো পর্যন্ত তাইজুলকে ৭৯ উইকেট নিতে বোলিং করতে হয়েছে মাত্র ৩৬টি ইনিংসে।


শেয়ার করুন :


আরও পড়ুন

তাইজুল-মিরাজের ঘূর্ণিতে চাপে জিম্বাবুয়ে

তাইজুল-মিরাজের ঘূর্ণিতে চাপে জিম্বাবুয়ে

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ভাবনা ছিল জিম্বাবুয়ের

বাংলাদেশকে নিয়ে ভিন্ন ভাবনা ছিল জিম্বাবুয়ের

তবুও জয়ের আশা

তবুও জয়ের আশা

হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করে রাখলেন তাইজুল

হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করে রাখলেন তাইজুল