অবসরের ঘোষণা দিলেন আমজাদ জাভেদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৮
অবসরের ঘোষণা দিলেন আমজাদ জাভেদ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। ৩৮ বছর বয়সী জাভেদ আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে ১৫টি ওয়ানডে ও ২২টি টি-২০ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন।

২০১৭ সালে নেপালের বিপক্ষে জাভেদ সর্বশেষ লিস্ট-এ ম্যাচ খেলেছেন। এরপর থেকেই তিনি মূলত ক্রিকেটের বাইরে ছিলেন। সিম-বোলিং অল-রাউন্ডার হলেও যে পজিশনে তিনি ব্যাটিং করতেন সেখান থেকেই বেশ কয়েকটি ম্যাচে আরব আমিরাতকে ভালো ইনিংস উপহার দিয়েছেন।

২০১৪ সালে নিউজিল্যান্ডে বিশ্বকাপ বাছাইপর্বে কেনিয়ার বিপক্ষে ৩১ বলে তার করা ৬৩ রানের ইনিংসটি এখনো স্মরণীয় হয়ে আছে। একই ম্যাচে তিনি ২ উইকেটও নিয়েছিলেন। ঐ ম্যাচে ১৩ রানে জয়ী হয়ে সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র ফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে খেলার যোগ্যতাই অর্জন করেনি, একইসাথে দলটি ওয়ানডে মর্যাদাও লাভ করেছিল। এ জন্য এই ম্যাচে জয়কেই সবসময়ই সামনে নিয়ে আসা হয়।

২০১৫ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে জাভেদ ওয়ানডেতে তার সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন। ঐ ম্যাচে তিনি ওপেনার হিসেবে নেমে ৪৫ রান করা ছাড়াও ৩ উইকেট সংগ্রহ করেছিলেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

টি-২০ র‍্যাঙ্কিংয়ে সাকিব দুই, চারে মাহমুদউল্লাহ

টি-২০ র‍্যাঙ্কিংয়ে সাকিব দুই, চারে মাহমুদউল্লাহ

দেশের মাটিতে খেলা ফেরাতে তদবিরে ব্যস্ত পাকিস্তান

দেশের মাটিতে খেলা ফেরাতে তদবিরে ব্যস্ত পাকিস্তান

রাজনৈতিক প্রচারে ক্রিকেটার মিরাজ

রাজনৈতিক প্রচারে ক্রিকেটার মিরাজ

জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব

জয়সুরিয়াকে ছুঁয়ে ফেললেন সাকিব