জাতীয় স্কুল ক্রিকেটে শেরপুরে ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন

জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি প্রকাশিত: ১০:৫৭ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯
জাতীয় স্কুল ক্রিকেটে শেরপুরে ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন

প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে সরকারি ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন ও জি কে পাইলট উচ্চ বিদ্যালয় রানারআপ হয়েছে।

সোমবার শেরপুর সরকারি কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি ৫ রানে জি কে পাইলট উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।

বোলারদের দাপটের লো স্কোরিং এ ম্যাচে সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি ২৪ দশমিক ৫ ওভারে ৯৯ রানে অলআউট হয়। ভিক্টোরিয়ার উদ্বোধনী বোলার শান্তর ১১ রান ছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি। সর্বোচ্চ ৫১ রান আসে মি. এক্সট্রার বদৌলতে। জি কে পাইলটের বোলার সাব্বির ৭ ওভার বল করে ৪৮ রান খরচায় ৪ উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাটসম্যানরা ভিক্টোরিয়া একাডেমির ফাস্ট বোলার শহীদ ও স্পিনার সিফাতের তোপের মুখে পড়েন। সিক্স ডাউনে নেমে দুই ছক্কা, তিন চারে জি কে পাইলটের অলরাউন্ডার মারুফ ২৭ রান করে মাঝপথে আশা জাগালেও শেষ পর্যন্ত ২৯ দশমিক ৩ ওভারে ৯৪ রানে তারা অলআউট হলে ৫ রানের জয় পায় ভিক্টোরিয়া একাডেমি।

ভিক্টোরিয়ার ওপেনিং বোলার শহীদ ৭ দশমিক ৩ ওভার বল করে ১১ রানে ৪ উইকেট নিয়ে ‘ম্যান অব দি ফাইনাল’ নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল প্রধান প্রধান অতিথি এবং শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সারওয়ার জাহান, প্রাইম ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক ভানু রঞ্জন দাস, শেরপুর চেম্বারের সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল, বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মো. রেজুয়ানসহ শিক্ষকবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিসিবির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি স্কুল-মাদরাসা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেরপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বর্ণ পদক পেলেন শেরপুরের অ্যাথলেট জহির

স্বর্ণ পদক পেলেন শেরপুরের অ্যাথলেট জহির

ফের চমক দেখালেন শেরপুরের জহির

ফের চমক দেখালেন শেরপুরের জহির

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির

২শ’তে আটকে গেলেন শেরপুরের জহির