নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ মার্চ ২০১৯
নিষিদ্ধ হলেন জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক

দশ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক ইনোক ইকোপেকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি ধারা ভঙ্গের অভিযোগে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ) তাকে এই নিষেধাজ্ঞা দেয়।

২০১৭ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের এক কর্তা রঞ্জন নায়ারের মাধ্যমে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাঠানো হয় সাবেক অধিনায়ক গ্রায়াম ক্রেমারের কাছে। তদন্তে বের হয়ে আসে, এই পুরো কাজের পেছনে আদেশ ছিলো ইকোপের।

যদিও গেলো বছরই রঞ্জনকে ২০ বছরের জন্য সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। তবে নতুন করে বের হয়ে আসে ইকোপের নাম।

এছাড়া, এসিইউর তদন্তে স্পষ্ট করে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি ইকোপে। তার মোবাইল ও অন্যান্য কাগজপত্রেও সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। ইচ্ছা করেই তদন্ত কাজে সময় ক্ষেপণ করারও অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।

বর্তমান বোর্ড আইসিসির এই সিদ্ধান্তকে আন্তরিকভাবেই স্বাগতম জানিয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া ইংল্যান্ড

ভারতের লক্ষ্য সিরিজ জয়, টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার

ভারতের লক্ষ্য সিরিজ জয়, টিকে থাকার লড়াই অস্ট্রেলিয়ার

দ্বিতীয় টেস্টে টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

দ্বিতীয় টেস্টে টাইগারদের একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত

শুরু হচ্ছে ইউরোপিয়ান নতুন টি-২০ লিগ

শুরু হচ্ছে ইউরোপিয়ান নতুন টি-২০ লিগ