দ. আফ্রিকা সফরে বোলিং নিয়ে আশাবাদী গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ এএম, ৩১ ডিসেম্বর ২০১৭
দ. আফ্রিকা সফরে বোলিং নিয়ে আশাবাদী গাঙ্গুলি

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরমেন্সের কারণে চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের ভাল করা বিষয়ে আশাবাদী সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগে কখনোই ভাল করতে না পারলেও এবারের সফরে অনেক বেশি আশাবাদী গাঙ্গুলি।

তিনি বলেন, ‘আমি যা বলতে পারি তা হচ্ছে কাজটি মোটেও সহজ হবেনা। তবে হ্যাঁ, এবার আমাদের দলটি ভাল। ব্যাটসম্যানরা ভাল রান এনে দিতে পারলে এই বোলাররা উইকেট নিতে পারবে।’

নিজ মাঠে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা ভারতের বর্তমান দলটির আছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন গাঙ্গুলি।

শেষ মুহূর্তে অনুশীলন ম্যাচ বাতিল করায় ৫ জানুয়ারী প্রথম টেস্ট ম্যাচ দিয়ে সফর শুরু করবে ভারত। অনুশীলন ম্যাচ বাতিল হলেও ভারতীয় দলের ভাগ্যে খুব বেশি পরিবর্তন হবেনা মনে করছেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে চেতেশ্বর পুজারা এবং এবং মুরালি বিজয় সকলেই এর আগে দক্ষিণ আফ্রিকা সফর করেছে। সুতরাং সেখানকার কন্ডিশন সম্পর্কে তাদের ভাল ধারণা আছে। সবচেয়ে ভাল দিক হচ্ছে তারা সকলেই ভাল খেলোয়াড়ের খেতাব নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে।’

অনেকের মতেই ভারতীয় দলের বর্তমান বোলিং আক্রমণ বিভাগকে বিশ্ব সেরাদের সঙ্গে তুলনা করা হয় এবং তাদের নৈপুণ্যে খুশি গাঙ্গুলি। তবে একই সঙ্গে বিদেশের মাটিতে নিজ দলের বোলিং আক্রমণকে বিশ্ব সেরা বলতে রাজি নন তিনি।

গাঙ্গুলি বলেন, ‘ভারতীয় বোলিং বিভাগ খুব ভাল করছে। বিদেশের মাটিতে কেমন করে সেটাই দেখার বিষয়। তবে এ সফরে দক্ষিণ আফ্রিকার ২০ উইকেট শিকারের ক্ষমতা আমাদের বোলারদের আছে।’


শেয়ার করুন :


আরও পড়ুন

গেইলদের হারিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড

গেইলদের হারিয়ে বছর শেষ করলো নিউজিল্যান্ড

শ্রীলঙ্কা ক্রিকেটারদের উপর চড়াও হাথুরু

শ্রীলঙ্কা ক্রিকেটারদের উপর চড়াও হাথুরু