সড়ক দুর্ঘটনায় নারী ক্রিকেটার নিহত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৮ এপ্রিল ২০১৯
সড়ক দুর্ঘটনায় নারী ক্রিকেটার নিহত

সড়ক দুর্ঘটনায় দক্ষিণ আফ্রিকার সাবেক নারী ক্রিকেটার ইলিরিসা থুনিসেন ফৌরি নিহত হয়েছেন। শুক্রবার স্টিফন্টেনে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এ ঘটনায় ইলিরিসার সন্তানও নিহত হয়েছে।

২৫ বছর বয়সী এই আফ্রিকান নারী ক্রিকেটার দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে খেলেছেন তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ, যার সবকটিই ২০১৩ সালে।

২০১৩ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের পর ওই বছরই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে ডাক পান তিনি। ডানহাতি এই অলরাউন্ডার দু’টি ওয়ানডে ম্যাচও খেলেন বাংলাদেশের বিরুদ্ধে। ২০১৩ সেপ্টেম্বরে সেঞ্চুরিয়নে বাংলাদেশের বিরুদ্ধেই খেলেন ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

এ বিষয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোরে বলেন, ‘এটা আমাদের সবার জন্য অনেক বড় দুঃখজনক একটি খবর। ইলিরিসা যে এলাকায় থাকতো সেখানকার অসহায় মানুষের উন্নয়নের জন্য তার অবদান অসামান্য। জাতীয় দলের খেলোয়াড় হয়ে দেশকে সেবা দেওয়ার পাশাপাশি অসহায় জনপদের সেবা করেও দুর্দান্তভাবে দেশের কাজ করেছেন।’


শেয়ার করুন :


আরও পড়ুন

বিয়ের পর মাঠে নামছেন মোস্তাফিজ

বিয়ের পর মাঠে নামছেন মোস্তাফিজ

ছয় ম্যাচে ছয় হার, পয়েন্ট টেবিলের তলানিতে কোহলিরা

ছয় ম্যাচে ছয় হার, পয়েন্ট টেবিলের তলানিতে কোহলিরা

রাজস্থান রয়্যালসকে সহজে হারিয়ে আবারও শীর্ষে কলকাতা

রাজস্থান রয়্যালসকে সহজে হারিয়ে আবারও শীর্ষে কলকাতা

শুধু উইকেট বা জয় নয়, আসল লক্ষ্য জানালেন রেকর্ড গড়া জোসেফ

শুধু উইকেট বা জয় নয়, আসল লক্ষ্য জানালেন রেকর্ড গড়া জোসেফ