সবার আগে ডাক পাবে তাসকিন : ওয়ালশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২২ এপ্রিল ২০১৯
সবার আগে ডাক পাবে তাসকিন : ওয়ালশ

ফাইল ছবি

বাংলাদেশের অন্যতম গতিময় বোলার তাসকিন আহমেদ আনফিটের কারণে বিশ্বকাপ দলে জায়গা পাননি। তবে কেউ ইনজুরিতে পড়লে তার পরিবর্তে সবার আগে দলে ডাক পাবেন বলে মত বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশের।

সোমবার বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাসকিন প্রসঙ্গে কোর্টনি ওয়ালশ বলেন, ‘তাকে (তাসকিন) চেষ্টা করে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে। বল করে করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। যেকোনো কিছুই হতে পারে। এখন সে বিশ্বকাপ দলে নেই, কেউ যদি চোটে পড়ে, তাকে ডাকা হতে পারে সবার আগে। তাকেও আমাদের তৈরি রাখতে হবে।’

তিনি আরও বলেন ‘ওর তো নিউজিল্যান্ড সফরেই থাকার কথা ছিল। ওকে ম্যাচের জন্য ফিট করাই হবে আমার কাজ। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে পেলে তো ভালো হতো, এটিই হচ্ছে তাকে নিয়ে যথার্থ মন্তব্য। কিন্তু দল নির্বাচন হয়ে গেছে।’

গত পহেলা ফেব্রুয়ারী বিপিএলে চিটাগং ভাইকিংসের ইনিংসের ১০ম ওভারে অলক কাপালির বলে অং অফে ছক্কা হাঁকান মোসাদ্দেক হোসেন সৈকত। উড়ে আসা বলটিকে তালুবন্দি করতে দ্রুত দৌড়াতে গিয়ে বাউন্ডারির ঠিক কাছে এসে পা মচকে যায় তাসকিনের।

এরপর থেকে ইনজুরির কারণে তিনি মাঠ থেকে ছিটকে যান। প্রায় দেড় মাসের মতো মাঠের বাইরে ছিলেন তাসকিন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ডাক পেলেও ইনজুরির কারণে পরে তিনি নিজের নাম প্রত্যাহার করে নেন।

দীর্ঘ দিন ধরে তাসকিন মাঠের বাইরে ছিলেন। পরে গত ২৩ মার্চ রানিং এবং ব্যাটিং করলেও সে সময় বোংলিয়ে করা হয়নি তার। পরে ৪ এপ্রিল তিনি বোলিংয়ের অনুশীলন শুরু করেন।

তবে নির্বাচকরা মনে করেছেন তাসকিন এখনও পুরোপুরি ফিট নন। তাই তাকে বিশ্বকাপ কিংবা আয়ারল্যান্ড সফরে রাখা হয়নি।


শেয়ার করুন :


আরও পড়ুন

রুবেল-মোস্তাফিজকে ব্যাটিং শেখাতে মরিয়া কোচ

রুবেল-মোস্তাফিজকে ব্যাটিং শেখাতে মরিয়া কোচ

তীব্র রোদে প্রথম দিনের অনুশীলন সারলো টাইগাররা

তীব্র রোদে প্রথম দিনের অনুশীলন সারলো টাইগাররা

টাইগারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বোলিং কোচ

টাইগারদের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বোলিং কোচ

তিন বছর না খেলা হামিদকে নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল

তিন বছর না খেলা হামিদকে নিয়ে আফগানিস্তানের বিশ্বকাপ দল