প্রয়োজনে ইমরুলকে ডাকা হবে : কোচ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪:০২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯
প্রয়োজনে ইমরুলকে ডাকা হবে : কোচ

ফাইল ছবি

বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস বলেছেন, ‘ইনজুরি বা যেকোনো সমস্যার কারণে আমরা ইমরুলকে ডাকতে পারি। আমরা তার সামর্থ্য সম্পর্কে জানি। দলে নেই এমন অনেক ক্রিকেটারই আছে, কিন্তু ইমরুল তাদের মধ্যে অন্যতম। আমরা ভালো খেলোয়াড়দের দলের বাইরে রেখেছি মানে আমাদের দলের ভেতরে অবশ্যই ভালো খেলোয়াড়রাই আছে।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) টাইগারদের প্রধান কোচ সংবাদ সম্মেলনে এসে ইমরুল প্রসঙ্গে এসব কথা বলেন।

রোডস বলেন, ‘ইমরুলকে নিয়ে আমি খুশি। আমরা যা করছি তা হল- সেরা কোয়ালিটিসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে ব্যাটিং লাইনআপকে গভীর করা, তাহলে আমরা ভালো অবস্থানে থাকব। আমরা ঘরোয়াতে কিছু ভালো ব্যাটসম্যান পেয়েছি। কিন্তু ইমরুল শীর্ষ ব্যাটসম্যানদের একজন। সে আন্তর্জাতিক পর্যায়ের দারুণ একজন ব্যাটসম্যান। এবং সে-ই দলে নেই।’

ইমরুল দলে না থাকার ব্যাখ্যায় প্রধান কোচের দাবি, দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররাও ইমরুলের মত ভালো করার সক্ষমতা রাখেন। তার ভাষ্য, ‘ইমরুল দলে নেই মানে তার বদলে আমরা যাকে দলে নিয়েছি সেও অবশ্যই ভালো ক্রিকেটার। আমরা অনেক ভালো ক্রিকেটারকেই দলে নিতে পারিনি। তার মানে আমাদের ভালো ক্রিকেটারদের তালিকা বড়।’

গত নিউজিল্যান্ডের মাটিতে ২০১৭ সালে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ইমরুল কায়েস। সেই সিরিজে ইমরুল কায়েস ৩ ম্যাচ খেলে করেন ১১৯ রান, যেখানে তামিম ইকবাল ৩ ম্যাচ ব্যাট করে তুলেছিলেন ১১৫ রান। সাকিব আল হাসান ছিলেন তৃতীয়, ৩ ম্যাচে তার সংগ্রহ ছিল ৮৪ রান।

শুধু তাই নয় বিশ্বকাপের গত দুই আসরে খেলেছেন ইমরুল কায়েস। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও ছিলেন। ২০১৮ সালে বাংলাদেশের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে চার নম্বরে থাকলেও অভিজ্ঞ এই বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে বাদ দিয়েই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে পাকিস্তান সম্পর্কে বার্তা দিলেন সরফরাজ-আর্থার

বিশ্বকাপে পাকিস্তান সম্পর্কে বার্তা দিলেন সরফরাজ-আর্থার

আইসিসি বিশ্বকাপের বিশেষ কিছু রেকর্ড

আইসিসি বিশ্বকাপের বিশেষ কিছু রেকর্ড

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণীয় দলের র‌্যাংকিং

বিশ্বকাপে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি অনুসরণীয় দলের র‌্যাংকিং

বিশ্বকাপ খেলতে লন্ডন যাচ্ছে ক্ষুদে টাইগাররা

বিশ্বকাপ খেলতে লন্ডন যাচ্ছে ক্ষুদে টাইগাররা