শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ এপ্রিল ২০১৯
শ্রীলঙ্কার বিশ্বকাপ ক্যাম্প বাতিল

বিশ্বকাপে যাওয়ার আগে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তিন দিনের 'টিম বন্ডিং ক্যাম্প' আর পাঁচ দিনের আবাসিক ক্যাম্প করার কথা ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দলের। দুটোই এখন বাতিল করে দেওয়া হয়েছে। রোববার কলম্বোর তিনটি স্থানে ভয়াবহ জঙ্গি হামলায় সাড়ে তিনশ'র বেশি মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ উপলক্ষে শ্রীলঙ্কা দলের দেশ ছাড়ার কথা ৭ মে। তিন সপ্তাহ যুক্তরাজ্যে অনুশীলন ক্যাম্প করবে দিমুথ করুনারত্নের দল। তার আগে দেশের মাটিতে সেনাবাহিনীর অধীনে একটি এবং ক্রিকেট বোর্ডের অধীনে আরেকটি ক্যাম্প করার কথা ছিল তাদের।

হাবারানার স্পেশাল ফোর্সেস ক্যাম্পে 'টিম বন্ডিং ক্যাম্প' শুরুর দিন নির্ধারিত ছিল মঙ্গলবার। তার দু'দিন আগেই ঘটে বিশ্ব কাঁপিয়ে দেওয়া জঙ্গি হামলার ঘটনা। তাৎক্ষণিকভাবে আর্মি ক্যাম্প বাতিল করার পর গতকাল পরিকল্পনায় থাকা ডাম্বুলার পাঁচ দিনের আবাসিক ক্যাম্পও হবে না বলে জানানো হয়।

যার অর্থ, ১৯৯৬ বিশ্বকাপজয়ীদের দ্বাদশ আসরের চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে ইংল্যান্ডে গিয়েই। রাউন্ড রবিন লিগ পদ্ধতির টুর্নামেন্টে ১ জুন লঙ্কানদের প্রথম প্রতিপক্ষ নিউজিল্যান্ড।


শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের টি-২০ প্রতিযোগিতায় জাহানারা

ভারতের টি-২০ প্রতিযোগিতায় জাহানারা

নক আউট পর্বে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের: রোডস

নক আউট পর্বে খেলার সামর্থ্য আছে বাংলাদেশের: রোডস

আর্চারের ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থানের জয়

আর্চারের ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থানের জয়

বিগ ব্যাশকে বিদায় জানালেন শেন ওয়াটসন

বিগ ব্যাশকে বিদায় জানালেন শেন ওয়াটসন