ছুটি কাটিয়ে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়লেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১১:৫৮ এএম, ২২ মে ২০১৯
ছুটি কাটিয়ে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়লেন মাশরাফি

বিশ্বকাপ মিশনের জন্য ছুটি কাটিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন অধিনায়ক মাশরাফি। মাশরাফি বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে লন্ডনে যাত্রা শুরু করেন।

বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে। লন্ডনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেদিনই যাবেন কার্ডিফ।

ইতোমধ্যে মঙ্গলবার (২১ মে) থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে। এ প্রস্তুতি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে মাশরাফি ছুটিতে থাকার কারণে প্রস্তুতিতে অংশ গ্রহণ করনেনি। তবে বৃস্পতিবারের আইসিসি বিশেষ অনুষ্ঠানের পর মাশরাফি প্রস্তুতিতে অংশ গ্রহণ করবেন।

গত শুক্রবার ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে ইংল্যান্ড না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে বাংলাদেশে এসেছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিন দিনের ছুটি কাটিয়ে বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দিতে বুধবার দেশ ছাড়লেন তিনি। দেশ ছাড়ার আগে মাশরাফি দেশবাসীর কাছে দোয়া চান। ছুটিতে থাকা তামিম ইকবালও আজ (বুধবার) দুবাই থেকে লন্ডন যাবেন।

সবার কাছে দোয়া চেয়ে মাশরাফি বলেন, ‘সবাই দোয়া করবেন, যাতে আমরা ভালো করতে পারি। ত্রিদেশীয় সিরিজ জিতে সবাই বেশ আত্মবিশ্বাসী, আপনারা দোয়া করবেন বাংলাদেশ দলের জন্যে।’

মাশরাফি ও তামিম ছাড়া বিশ্বকাপ স্কোয়াডের বাকি ১৩ জন আছেন একসঙ্গেই। গত শনিবার ডাবলিন থেকে লন্ডন হয়ে তারা গেছেন লেস্টারে। সেখানে বিরতি দিয়ে তিন দিন অনুশীলন করেছে সাকিব-মুশফিকরা। আগামীকাল বৃহস্পতিবার তাদের সাথে যোগ দিবেন মাশরাফি ও তামিম। এরপর একই দিনে তারা যাবেন কার্ডিফে।

আগামী ২৬ ও ২৮ মে কার্ডিফে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকেই আইসিসির অতিথি হিসেবে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ২৯ মে কার্ডিফ থেকে লন্ডনে ফিরবে দল। ২ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

মাশরাফি বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়লেন। কারণ আগামীকাল বৃহস্পতিবার লন্ডনে বিশ্বকাপে অংশ নেয়া দশ দেশের অধিনায়কদের নিয়ে আইসিসির একটি আয়োজন রয়েছে। লন্ডনের এই অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি সেদিনই যাবেন কার্ডিফ।


শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে তিন পরিবর্তন

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে তিন পরিবর্তন

বিশ্বকাপ হবে রান বন্যার এবং চ্যালেঞ্জিং : কোহলি

বিশ্বকাপ হবে রান বন্যার এবং চ্যালেঞ্জিং : কোহলি

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

স্মিথ-ওয়ার্নার বাকি ৯ দলের জন্য অমঙ্গল

বিশ্বকাপে পাকিস্তানের অতীত রেকর্ড কেমন

বিশ্বকাপে পাকিস্তানের অতীত রেকর্ড কেমন