ওয়েস্ট ইন্ডিজের সফর স্থগিত করলো পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৮ নভেম্বর ২০১৭
ওয়েস্ট ইন্ডিজের সফর স্থগিত করলো পাকিস্তান

পাকিস্তানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সফর স্থগিত করা হয়েছে। প্রস্তাবিত এ সফর স্থগিত করা হয়েছে লাহোরে ঘন কুয়াশার কারণে। তবে কোন হামলার কথা সরাসরি বলা না হলেও নিরাপত্তা নিয়ে কিছু খেলোয়াড় শঙ্কা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

চলতি সময়ে পাকিস্তানের লাহোরে প্রচন্ড কুয়াশা পড়ছে। যার মধ্যে ক্রিকেট খেলা সম্ভব নয়। অন্তত আগামী বছরের আগে এ সিরিজ সম্ভব নয়। এদিকে কেবল কুয়াশা নয়, গত এক সপ্তাহে লাহোর শহরে এমন কিছু ঘটনা ঘটেছে যা স্বভাবিক হতে বেশ কিছু দিন সময়ও লাগবে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক মুখপাত্র স্থানীয় এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে বলেছেন, ‘বেশ কিছু কারণে আগামী বছর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ স্থগিত করা হয়েছে। প্রধান কারণ হচ্ছে এই মুহূর্তে লাহোরের যে আবহাওয়া তাতে ক্রিকেট আয়োজন করা সম্ভব নয়। এমনকি ঘরো ক্রিকেট আয়োজনেও সমস্যা হচ্ছে। যে কারণে পিসিবি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পিছিয়ে দিয়েছে।’

তবে এমন সিদ্ধান্তের পিছনে আরও কিছু কারণের কথা উল্লেখ করে ঐ মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা নিয়ে বেশ কিছু খেলোয়াড়ও শঙ্কা প্রকাশ করেছেন।’

চলতি মাসে (নভেম্বরে) এ সফরে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজর।



শেয়ার করুন :