তিন বছর তিন ফরম্যাটেই থাকছেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০
তিন বছর তিন ফরম্যাটেই থাকছেন কোহলি

ব্যাটসম্যান কিংবা অধিনায়ক, দুই বিভাগেই সামনে থেকে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়ে সফল বিরাট কোহলি। এ ধারায় আরও অন্তত ৩ বছর ২২ গজকে উপভোগ করতে চান তিনি।

এমনই ইঙ্গিত দিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘আমি ভবিষ্যতে আরও সাফল্যের লক্ষ্যে নিজেকে তৈরি করছি। অন্তত আগামী ৩ বছর আন্তর্জাতিক অঙ্গনে সব ফরম্যাটে খেলতে চাই। তারপর অন্য কিছু ভাববো।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দিন দুয়েক আগে সংবাদমাধ্যমের সামনে সূচি নিয়ে অস্বস্তির প্রসঙ্গও চেপে রাখেননি ভারতীয় অধিনায়ক। বলেন, ‘পারফরম্যান্স এমন একটা বিষয়, যা আপনি লুকোতে পারবেন না। এ নিয়ে আলোচনা চলতেই থাকবে। গত ৮ বছর ধরে আমি বছরে প্রায় ৩০০ দিন ক্রিকেট খেলেছি। সেই সূচিতে বিদেশ সফর এবং অনুশীলন ম্যাচ আছে। প্রতি সফরেই আমাদের পারফরম্যান্স মাত্রাকে ভালো করে যেতে হয়। যা একাধিকভাবে আমাকে-আপনাকে প্রভাবিত করবে।’

তার দাবি, ‘নিজেদের স্বার্থে, পারফরম্যান্সের স্বার্থে আমরা অনেক সময় ঠাসা সূচির মধ্যে থেকেও নিজেদের জন্য বিরতির সময় বার করে নিই। এটা পুরুষ দলের জন্য বেশি প্রযোজ্য। কারণ তাদের সব ফরম্যাটে খেলতে হয়। তাই এভাবেই আগামী দু-তিন বছর খেলে যেতে চাই। তারপর যদি শরীর আর সায় না দেয়, তখন বিকল্প ভাবা যেতে পারে।’

২০০৮ সালে আন্তর্জাতিক মঞ্চে আত্মপ্রকাশের পর এখন পর্যন্ত ৮৪টি টেস্ট, ২৪৮টি ওডিআই আর ৮২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ভারতীয় ক্রিকেটের এ পোস্টার বয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

সৌরভকে টপকে গেলেন কোহলি

সৌরভকে টপকে গেলেন কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

গোলাপী বলের ক্রিকেট টেস্টের ভাবিষ্যৎ নয় : কোহলি

রেকর্ড গড়লেন বিরাট কোহলি

রেকর্ড গড়লেন বিরাট কোহলি