ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ এএম, ১৭ মে ২০২০
ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো আমি বড় : মমিনুলকে তামিম

ফাইল ছবি

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পর তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমদের মতো সিনিয়রদের ছাপিয়ে টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব পান মমিনুল হক। খেলার মাঠে সিনিয়র ক্রিকেটারদের সামলাতে প্রয়োজনে ধমকও দেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালে এক প্রশ্নের জবাবে মমিনুল এমন তথ্য জানিয়েছিলেন। মমিনুল সেই ধমকসুলভ আচরণের কথাই ওঠে আসে তামিমের লাইভ আড্ডায়। শনিবার রাতে টেস্ট অধিনায়ক মমিনুল হক, সৌম্য সরকার ও লিটন দাসের সাথে ফেসবুক লাইভ আড্ডায় মেতেছিলেন তামিম।

আড্ডায় তামিম রসিকতার সাথে দাবি করেন, তাকেও বকা দেন অধিনায়ক মমিনুল। তবে মুমিনুলের দাবি, তামিমের ভালোর জন্যই ঝাড়ি মারেন তিনি।

‘ঝাড়ি-টারি কম দিস, বয়সে তো বড় আমি তোর!’ -তামিমের এমন রসিকথার রেশ টেনে মমিনুল বলেন, ‘আপনি যে বললেন, ঝাড়ি মারি, এটা পুরোপুরি ভুল বললেন। কয়েকজন সাংবাদিক জানতে চাচ্ছিলেন সিনিয়রদের ঝাড়ি মারি কি-না। আমিও হাসিমুখে বললাম- ঝাড়ি মারি। ঝাড়ি একমাত্র আপনাকেই মারি। ঐটাও নির্ভর করে… বাজে শট খেলে আসলেন, তখন। এছাড়া ঝাড়ি মারি না। ভালোর জন্যই ঝাড়ি মারি।’

তামিম-মমিনুলের রসিকতা ছাপিয়ে সামনে ওঠে আসে অধিনায়ক হিসেবে মমিনুলের পরিকল্পনা। তিনি মনে করেন বাংলাদেশের সেরা টেস্ট দলটিকেই নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি।

মমিনুল বলেন, ‘অধিনায়কের প্রস্তাব পেয়ে আমার মনে হয়েছিল, এটাই বাংলাদেশের সবচেয়ে ভালো টেস্ট দল। আমার কাছে তখন চারজন সিনিয়র খেলোয়াড় যারা ১০ বছর ধরে খেলছেন, ৩-৪ জন ভালো জুনিয়র খেলোয়াড় আছে, ভালো ভালো স্পিনারও আছে। মনে হচ্ছিল এটা ভালো চ্যালেঞ্জ ও সুযোগ হবে আমার জন্য, একই সাথে টেস্ট ক্রিকেটকে এগিয়ে নেওয়ার ভালো সুযোগ।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

তাইজুল যদি না থাকতো, আমরা কেউ বাঁচতাম না : তামিম

তাইজুল যদি না থাকতো, আমরা কেউ বাঁচতাম না : তামিম

সাকিবের সেই অশ্লীল ইঙ্গিতের ব্যাখ্যা দিলেন শফিউল

সাকিবের সেই অশ্লীল ইঙ্গিতের ব্যাখ্যা দিলেন শফিউল

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

আফ্রিদির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ

চ্যাপেলের মন্তব্যে চটেছেন যুবরাজ

চ্যাপেলের মন্তব্যে চটেছেন যুবরাজ