খেলোয়াড়দের সুরক্ষায় পিসিবির ভিন্নধর্মী উদ্যোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ০৫ জুন ২০২০
খেলোয়াড়দের সুরক্ষায় পিসিবির ভিন্নধর্মী উদ্যোগ

করোনাভাইরাস শেষে ক্রিকেটের কার্যক্রম শুরু হলে বছরে চারবার নিজ দেশের খেলোয়াড়দের বাধ্যতামূলক রক্ত ও চক্ষু পরীক্ষা করার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল প্যানেল।

পিসিবির মেডিকেল প্যানেলের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, বোর্ডের সাথে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের প্রতি ছয় মাসে রক্ত পরীক্ষা ও চোখের স্ক্যান করাতে হবে। তিনি বলেন, ‘করোনাভাইরাসের পরিস্থিতির কারণে ১২ মাসে অন্ততপক্ষে চারবার পরীক্ষা করার পরিকল্পনা করছি।’

তিনি জানান, রক্ত পরীক্ষা ও চোখের স্ক্যান প্রত্যক খেলোয়াড়ের জন্য বাধ্যতামূলক ছিল এবং মহামারীর কারণে বিশ্বের পরিস্থিতি বদলে গেছে, তাই ক্রিকেট পুনরায় শুরুর পর আবারও এই কার্যক্রমটি বাড়াতে হবে। বিষয়টির ব্যাখা দিয়ে তিনি বলেন, স্বাস্থ্যগত কারণে রক্ত পরীক্ষা ছিল, চোখের স্ক্যান করা হয়েছিল যাতে রিফ্লেক্স ও টাইমিংএর কোন অসুবিধা না হয়।

বুধবার (৩ জুন) ৩০ জনের একটি পুল ঘোষণা করেছে পাকিস্তান। আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরের প্রস্তুতির অংশ হিসেবে লাহোরের হাই-পারফরমেন্স সেন্টারে কোয়ারেন্টাইন প্রশিক্ষণ ক্যাম্প করবে তারা। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য সফরে ২৫ জন খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা করছেন পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিক

স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিক

অস্ট্রেলিয়ায় ফিরছে ক্রিকেট, থাকছে দর্শকও

অস্ট্রেলিয়ায় ফিরছে ক্রিকেট, থাকছে দর্শকও

আইপিএলের সর্বকালের সেরা একাদশ তৈরি করে বিতর্কে হার্দিক

আইপিএলের সর্বকালের সেরা একাদশ তৈরি করে বিতর্কে হার্দিক

পিচের পরিবর্তন চান কুম্বলে

পিচের পরিবর্তন চান কুম্বলে