হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫০ এএম, ০৯ জুন ২০২০
হেলসকে সুযোগ দিতে বলছেন ভন

দেশের মাটিতে বিশ্বকাপের আগে মাদক নিয়ে তিন সপ্তাহের জন্য নিষিদ্ধ হন ডান-হাতি ওপেনার ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ফলে বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তার। জাতীয় দলে ফিরতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তিনি। বিগ ব্যাশ, পিএসএলে দারুণ পারফরমন্সে করেছেন। তবে তাতেও মন গলেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।

জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ৫৫ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে ইসিবি। সেই ক্যাম্পেও ডাক পাননি হেলস। হেলস ডাক না পাওয়ায় হতাশ হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি জানান, হেলসের যথেষ্ট শাস্তি হয়েছে। এবার জাতীয় দলে সুযোগ তার প্রাপ্য।

বিবিসি রেডিওর আয়োজনে সাবেক ইংলিশ স্পিনার ফিল টাফনেলের সাথে এক আলোচনায় ভন বলেন, আমি মনে করি, তাকে (অ্যালেক্স হেলস) দলে না রাখাটা ভুল ও অমানবিক। সে ভুল করেছে, সেই শাস্তিও সে ভোগ করেছে।

তিনি বলেন, বিশ্বকাপ খেলতে পারেনি, বিশ্বকাপজয়ী দলের অংশ হতে পারেনি। এর চাইতে শাস্তি আর কি-বা হতে পারে। আমি সবসময় মনে করি, কেউ ভুল করলে তাকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত। আবারও জাতীয় দলে তার সুযোগ পাওয়া উচিত।

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন হেলস। সম্প্রতি তিনি বলেছেন, ‘আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। আমি আবারও জাতীয় দলে ফিরতে চাই। জাতীয় দলের হয়ে যেকোন ফরম্যাটে খেলতে আমি মুখিয়ে আছি।’

তবে , হেলসকে নিয়ে ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ইয়ান মরগান নেতিবাচক কথা বলছেন। তিনি জানান, ‘হেলসের ওপর দলের হারানো বিশ্বাস ফিরতে সময় লাগবে। হেলসকে আরও অপেক্ষা করতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস]


শেয়ার করুন :


আরও পড়ুন

হেলসের জন্য ফিরে আসার দরজা খোলা : মরগান

হেলসের জন্য ফিরে আসার দরজা খোলা : মরগান

নিষিদ্ধের পর এবার বিশ্বকাপ থেকে বাদ হেলস

নিষিদ্ধের পর এবার বিশ্বকাপ থেকে বাদ হেলস

নিরাপত্তার অজুহাত দেয়া হেলসই এবার রংপুর রাইডার্সে

নিরাপত্তার অজুহাত দেয়া হেলসই এবার রংপুর রাইডার্সে

সাকিব ন্যাচারাল ট্যালেন্ট : মাশরাফি

সাকিব ন্যাচারাল ট্যালেন্ট : মাশরাফি