ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৬ মে ২০২১
ধ্বংস্তুপে দাঁড়িয়ে মুশফিকের সেঞ্চুরি

সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১৬ রানের জন্য আক্ষেপ করতে হয়েছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমকে। তবে দ্বিতীয় ম্যাচে সেটি আর হতে দেননি। দলের ধ্বংস্তুপে দাঁড়িয়ে তুলে নিয়েছে ওয়ানডে ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি।

প্রথম ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও মুশফিকুর রহিম ৮৪ রানে সাজঘরে ফিরেছিলেন। ম্যাচ সেরা মুশফিকের বড় সংগ্রহেই আড়াইশ পার করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও দল যখন মহাবিপদে, ঠিক তখনেই জেগে উঠলেন মুশফিক। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তামিম-সাকিবের বিদায়ের পর উউকেটে আসেন মুশফিকুর রহিম। এরপর মোসাদ্দেক-মাহমুদউল্লাহ-আফিফের সাথে জুটি গড়ে ইনিংসের ৪৫ ওভারে সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

১১৫ বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর রহিম। তবে এর আগে দুই দুইবার বৃষ্টির বাধার মুখে পড়তে হয়েছে তাকে। দীর্ঘ ২৩ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। এর আগে ২০১৯ সালে জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি (অপরাজিত ১০২) করেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই সেঞ্চুরি হাঁকানোর পর একই বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৯৮ রান ছাড়া আরও পাঁচটি অর্ধশত থাকলেও তা সেঞ্চুরিতে পরিণত কতে পারেননি মুশফিক। অবশেষে সেটি ধরা দিল মুশফিকের ব্যাটে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

১৮ ম্যাচ পর সাকিবের ‘ডাক’

১৮ ম্যাচ পর সাকিবের ‘ডাক’

পাঁচ ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

পাঁচ ছয়ে ব্যাট করতে চান সাইফউদ্দিন

ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে : মিরাজ

ওভারঅল সবাই ভালো ক্রিকেট খেলেছে : মিরাজ

ওয়ানডে ক্রিকেটে মিরাজের অন্যরকম হাফ-সেঞ্চুরি

ওয়ানডে ক্রিকেটে মিরাজের অন্যরকম হাফ-সেঞ্চুরি