আরব আমিরাতের কাছে বিশ্বকাপের স্বপ্ন খোয়ালো জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ এএম, ২৩ মার্চ ২০১৮
আরব আমিরাতের কাছে বিশ্বকাপের স্বপ্ন খোয়ালো জিম্বাবুয়ে

নিজেদের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে গেছে জিম্বাবুয়ে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩ রানে হেরে যায় জিম্বাবুয়ে। ফলে ২০১৯ বিশ্বকাপে খেলার স্বপ্ন খোয়ালো গ্রায়েম ক্রেমারের দল।

আরব আমিরাতের কাছে হেরে গেরেও কাগজে কলমে এখনও জিম্বাবুয়ের সুযোগ আছে। তবে সেটা আর তাদের হাতে নেই। আফগানিস্তান আর আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচটি টাই কিংবা পরিত্যক্ত হলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে জিম্বাবুয়ের।

আর ওই ম্যাচে আফগানিস্তান কিংবা আয়ারল্যান্ডের মধ্যে একটি দল জিতে গেলে তারাই দশম দল হিসেবে ২০১৯ বিশ্বকাপে খেলবে। ফলে বলা যায় ২০১৯ বিশ্বকাপে এখন জিম্বাবুয়ে অনেকটাই অনিশ্চিত।

বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে আরব আমিরাত ৭ উইকেটে ২৩৫ রান তুলে। এরপরই বৃষ্টি। বৃষ্টি শেষে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩০ রানের।

দ্রুত রান তুলতে গিয়ে ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তুলেন শন উইলিয়ামস আর পিটার মুর। চতুর্থ উইকেটে ৭৯ রানের এক জুটি গড়েন তারা। ৩৯ করে সাজঘরে ফেরেন মুর।

এরপর শন উইলিয়ামস দারুণভাবে টেনে নেন দলকে। শেষ পর্যন্ত ৮০ বলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় ৮০ রান করে আউট হন এই ব্যাটসম্যান। এর মাঝে আবার সিকান্দার রাজা খেলে দিয়ে যান ২৬ বলে ৩৪ রানের ঝড়ো এক ইনিংস। তবে তাদের এই ইনিংসগুলো শেষ পর্যন্ত কাজে আসেনি। মাত্র ৩ রানে হেরে যায় জিম্বাবুয়ে।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে সাফল্য পেতে ম্যাথুজ-চান্ডিমালের নেতৃত্ব প্রয়োজন

বিশ্বকাপে সাফল্য পেতে ম্যাথুজ-চান্ডিমালের নেতৃত্ব প্রয়োজন

ম্যাচ জিতিয়ে সেরা হলেন মাহমুদুল্লাহ

ম্যাচ জিতিয়ে সেরা হলেন মাহমুদুল্লাহ

স্কটল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

স্কটল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ

অর্ধযুগ পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড

অর্ধযুগ পর শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড