নারী বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডে পরিবর্তন, দলে এমা ল্যাম্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
নারী বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াডে পরিবর্তন, দলে এমা ল্যাম্ব

নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার এমা ল্যাম্ব। ইংল্যান্ডের হয়ে এ পর্যন্ত একটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছেন এমা।

সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড ‘এ’ এবং অস্ট্রেলিয়া ‘এ’ দলের মধ্যে সিরিজে দুটি অর্ধশতক করেছেন তিনি। তার এই পারফর্ম্যান্সের জন্যই ডাক পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।

দলে নতুন করে এমা যোগ হলেও বাদ পড়েছেন সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে খেলা মাইয়া বাউচার এবং সারাহ গ্লেন। এছাড়াও দলের সাথে রিজার্ভ হিসাবে যোগ হয়েছেন ম্যাডি ভিলিয়ার্স। যেখান আগে থেকেই ছিলেন আরেক ফাস্ট বোলার লরেন বেল।

বিশ্বকাপ দল নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে ইংল্যান্ড মহিলা ক্রিকেটের পরিচালক জোনাথন ফিঞ্চ বলেন, ‘আইসিসি মহিলা বিশ্বকাপ আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে বিশেষ একটি আসর। এজন্য যে দল বেছে নিয়েছি, তাতে আমরা উচ্ছ্বসিত৷ আমাদের লক্ষ্য নির্ধারিত করার এটাই সুযোগ৷ অ্যাশেজের হতাশার পরপরই এটা উত্তেজনাপূর্ণ একটি বৈশ্বিক আসরের চ্যালেঞ্জ গ্রহণ করার সুযোগ।’

এমা ল্যাম্বের ব্যাপারে তিনি বলেন, ‘এমা ল্যাম্ব ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার। গত গ্রীষ্মে তার আন্তর্জাতিক অভিষেক হওয়ার পরে দলে আসে। তার ব্যাটিং এবং অফ-স্পিন বোলিং আমাদের জন্য দারুণ বিকল্প হতে পারে।’

ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৫ মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। তার আগে তারা লিংকনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ইংল্যান্ড নারী বিশ্বকাপ দল: হিদার নাইট (সি), ট্যামি বিউমন্ট, ক্যাথরিন ব্রান্ট, ফ্রেয়া ডেভিস, চার্লি ডিন, সোফিয়া ডাঙ্কলি, কেট ক্রস, সোফি একলেস্টোন, ট্যাশ ফারান্ট, অ্যামি জোন্স (উইকে), এমা ল্যাম্ব, ন্যাট সাইভার, আনিয়া শ্রাবসোল, লরেন উইনফিল্ড- হিল, ড্যানি ওয়াট

স্পোর্টসমেইল২৪/এএইচবি

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

এখনই অ্যান্ডারসন-ব্রডের ক্যারিয়ারের শেষ দেখছেন না স্ট্রাউস 

এখনই অ্যান্ডারসন-ব্রডের ক্যারিয়ারের শেষ দেখছেন না স্ট্রাউস 

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা

আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশের মেয়েরা

ওয়ানডে বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ড গেল বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের

বাংলাদেশ নারী ক্রিকেট : গল্পটা লাল-সবুজের জয়িতাদের