দুই বছর পর ফিরেই তাইজুলের শিকার পাঁচ উইকেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ পিএম, ১৬ জুলাই ২০২২
দুই বছর পর ফিরেই তাইজুলের শিকার পাঁচ উইকেট

টেস্ট সংস্করণ ছাড়া বাংলাদেশ দলের একাদশে দেখা মেলে না তাইজুল ইসলামের। দেশের বাইরের টেস্ট একাদশেও থাকেন অনিশ্চিত। সেই তাইজুল ইসলাম বাংলাদেশ দলের ওয়ানডে একাদশে ফিরেছেন দুই বছরের বেশি সময় পর। শুধু ফেরেননি প্রত্যাবর্তনের ম্যাচে শিকার করেছেন পাঁচ উইকেট। রঙিন পোশাকে এটাই তার প্রথম ফাইফার।

ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকলেও ছিলেন ওয়ানডে দলে। তবে সেটা ছিল সাকিব আল হাসানের ছুটির কল্যাণে। 

সাকিবের ছুটির কল্যাণে স্কোয়াডে থাকা তাইজুলের মাঠে নামার সুযোগ হয়েছে সিরিজের শেষ ম্যাচে। দুই বছর পর রঙিন পোশাকে ফিরেই উইন্ডিজের ব্যাটিং লাইন আপকে এক রকম ধসিয়ে দিয়েছেন এই স্পিনার।

প্রথম বলেই ফেরান ব্রেন্ডন কিংকে। পরের ওভারে তার বলে ফিরেছেন শাই হোপ। এছাড়াও তার স্পিন বিষে নীল হয়েছেন রভম্যান পাওয়েল, কিমো পল ও নিকোলাস পুরান। এতেই ওয়ানডে ক্যারিয়ারে দেখা পান প্রথম ফাইফারের।

সর্বশেষ ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তাইজুল ইসলাম। এরপর থেকেই রঙিন পোশাকে ব্রাত্য এই স্পিনার। এবার সুযোগ মিললো সাকিবের অনুপস্থিতিতে।

শনিবার (১৬ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় ১০ ওভার বোলিং করে ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন তাইজুল। এর আগে তার ক্যারিয়ার সেরা বোলিং ছিল ১১ রানে ৪ উইকেট। ২০১৪ অভিষেক ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে এই রেকর্ড গড়েন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

পরবর্তী চার বছরে ভারত-অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে বাংলাদেশ

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

দর্শক-মিডিয়ার চাপ সামলে বিশ্বকাপে ম্যাচ জিততে চান ডমিঙ্গো

বিগব্যাশের ড্রাফটে পোলার্ড-রশিদ, নেই বাংলাদেশি কেউ

বিগব্যাশের ড্রাফটে পোলার্ড-রশিদ, নেই বাংলাদেশি কেউ

অধিনায়ক তামিমের প্রশংসায় পঞ্চমুখ রাসেল ডমিঙ্গো

অধিনায়ক তামিমের প্রশংসায় পঞ্চমুখ রাসেল ডমিঙ্গো