বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শক্তিশালী ওয়ানডে স্কোয়াড, নেতৃত্বে চাকাভা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০৪ আগস্ট ২০২২
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শক্তিশালী ওয়ানডে স্কোয়াড, নেতৃত্বে চাকাভা

টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছেন জিম্ববাবুয়ে ক্রিকেট। সিরিজে জিম্বাবুয়ে দলকে নেতৃত্ব দিবেন ব্যাটার রেগিস চাকাভা।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। এছাড়াও অভিজ্ঞ শন উইলিয়ামসও ইনজুরির মুখে পড়েছেন। তাই ওয়ানডে স্কোয়াডে এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে স্কোয়াডে রাখেনি জিম্বাবুয়ে।

এর আগে টি-টোয়েন্টি সিরিজের আগে ইনজুরিতে পড়েছিলেন দুই গুরুত্বপূর্ণ পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। এবার আরও দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে হারিয়ে বেশ বিপাকেই পড়েছে দলটি।

ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামসের বদলি হিসেবে জিম্বাবুয়ে স্কোয়াডে ডাক পেয়েছেন তাকুয়ানাশে কাটিয়ানো ও তেরিসাই মুসাকান্দা। এছাড়াও স্কোয়াডে আছেন নিয়মিত মুখ সিকান্দার রাজা, রায়ান বার্লরা।

নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন না থাকায় বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে সিরিজে দলকে নেতৃত্ব দিবেন রেগিস চাকাভা।

জিম্বাবুয়ে স্কোয়াড
রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক), ব্রাডলি ইভান্স, লুক জোঙ্গে, ইননোসেন্ট কায়া, তাকুয়ানাশে কাটিয়ানো, ওয়েসলি মাধেভ্রে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনওয়াঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।

বাংলাদেশ স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ সূচি
৫ আগস্ট- ১ম ওয়ানডে
৭ আগস্ট- ২য় ওয়ানডে
১০ আগস্ট- ৩য় ওয়ানডে

* সিরিজের সবগুলো ম্যাচই আয়োজিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.১৫-তে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারায় চটেছেন সুজন

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারায় চটেছেন সুজন

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংলিশ ব্যাটার গ্যারি ব্যালেন্স

জিম্বাবুয়ের হয়ে খেলতে চান ইংলিশ ব্যাটার গ্যারি ব্যালেন্স

বিসিবির পরীক্ষা-নিরীক্ষা, জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা

বিসিবির পরীক্ষা-নিরীক্ষা, জিম্বাবুয়ের কাছে প্রথম সিরিজ হারের লজ্জা

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান

জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান