ওয়ানডে দলে ডাক পাওয়ার পরদিনই বাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৩ এএম, ০৪ মার্চ ২০২৩
ওয়ানডে দলে ডাক পাওয়ার পরদিনই বাদ

১৭ ঘন্টা আগে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের জন্য ডাক পেয়েছিলেন শামীম হোসেন। দ্বিতীয় ম্যাচ শেষ হতেই তাকে বাদ দেয়া হল। ওয়ানডে দলে ফিরে ২৪ ঘণ্টাও জায়গা হল না এই বাঁ-হাতি ব্যাটারের।তৃতীয় ওয়ানডে দলে রাখা হয়নি তাকে।

তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমমার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। শনিবার দু'দলই চট্টগ্রামে যাচ্ছে।

দ্বিতীয় ওয়ানডের পর শুক্রবার রাতে ঘোষণা করা হয় শেষ ওয়ানডের স্কোয়াড। সেখানে শুরুতে ঘোষিত দলই অপরিবর্তিত রাখা হয়। শুধু পরে যোগ করা শামীমকে বাদ দেওয়া হয়।

দলে মুশফিকুর রহিমের ইনজুরির শংকা থেকে নেওয়া হয়েছিল শামীমকে। শেষ পর্যন্ত দ্বিতীয় ম্যাচে মুশফিক ব্যাটিংয়ের আগে উইকেটকিপিংও করেছেন।

তবে যেভাবে শামীমকে দলে নেওয়া হয়েছিল সেটা সবার কাছেই অযৌক্তিকই মনে হয়েছিল। শেষ পর্যন্ত তেমনই হল। বাংলাদেশে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হারিয়েছে।

এরআগে ঘরের মাটিতে টানা সাতটি সিরিজ জিতেছিল। ২০১৬ সালে হারের সিরিজেও প্রতিপক্ষ ছিল এই ইংল্যান্ড। ইংলিশ বাধা এবারও কাটাতে পারেননি সাকিব-তামিমরা।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

স্পোর্টসমেইল২৪/জেএম


শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের দুর্বলতা ৩০-৪০ করে আউট হওয়া

বাংলাদেশের দুর্বলতা ৩০-৪০ করে আউট হওয়া

ছন্দ হারানো মোস্তাফিজের উপর ‘অগাত বিশ্বাস’

ছন্দ হারানো মোস্তাফিজের উপর ‘অগাত বিশ্বাস’

‘দলে কেউই ‌অটো চয়েজ না’

‘দলে কেউই ‌অটো চয়েজ না’

শততম ম্যাচে দুইশও ছুঁতে পারলো না বাংলাদেশ, সিরিজ হার

শততম ম্যাচে দুইশও ছুঁতে পারলো না বাংলাদেশ, সিরিজ হার