করুনারত্নের সেঞ্চুরি ও হাসারাঙ্গার রেকর্ডের ম্যাচে সুপার সিক্সে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৫ জুন ২০২৩
করুনারত্নের সেঞ্চুরি ও হাসারাঙ্গার রেকর্ডের ম্যাচে সুপার সিক্সে শ্রীলঙ্কা

ওপেনার দিমুথ করুনারত্নের সেঞ্চুরি ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার ৫ উইকেটে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে বাছাইপর্বে সুপার সিক্স নিশ্চিত করলো লঙ্কানরা। অন্যদিকে, টানা তিন হারে বাছাইপর্ব মিশন শেষ করলো আয়ারল্যান্ড।

রোববার (২৫ জুন) বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে ‘বি’ গ্রুপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের নামে শ্রীলঙ্কা। ৪৮ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ১৫৯ বলে ১৬৮ রান যোগ করেন করুনারত্নে ও সাদিরা সামারাবিক্রমা। জুটিতে ৮২ রান অবদান রেখে ফিরেন সামারাবিক্রমা।

৪০ ম্যাচের ক্যারিয়ারে প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখা পান করুনারত্নের। ৮টি চারে ১০৩ বলে ১০৩ রানে আউট হন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া লঙ্কান এ ব্যাটার।

ব্যাট হাতে পরের দিকে চারিথ আসালঙ্কা ৩৮ ও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত ৪২ রান করেন। এতে ৪৯.৫ ওভারে ৩২৫ রানের বিশাল সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বল হাতে আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৪টি উইকেট নেন।

জবাবে হাসারাঙ্গার বোলিং তোপে ৩১ ওভারে ১৯২ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কার্টিস ক্যাম্ফার।
১০ ওভারে ৭৯ রানে ৫ উইকেট নেন হাসারাঙ্গা। প্রথম দুই ম্যাচে যথাক্রমে- আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬টি ও ওমানের বিপক্ষে ১৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা।

এ ম্যাচ দিয়ে টানা তিন ম্যাচে ইনিংসে অন্তত পাঁচ উইকেট শিকারে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড স্পর্শ করলেন হাসারাঙ্গা।

১৯৯০ সালে টানা তিন ওয়ানডেতে ইনিংসে অন্তত পাঁচ উইকেট নিয়েছিলেন ওয়াকার। ৩৩ বছর পর ওয়াকারের রেকর্ড স্পর্শ করলেন হাসারাঙ্গা। পরের ম্যাচের পাঁচ উইকেট নিলে বিশ্ব রেকর্ড গড়বেন হাসারাঙ্গা।

নিজেদের প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে হারিয়েছিল লঙ্কানরা। এবার আয়ারল্যান্ডকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়ে সুপার সিক্স নিশ্চিত করলো শ্রীলঙ্কা।


শেয়ার করুন :