‘তামিম পাঁচ ম্যাচ খেলতে চেয়েছিলেন, সত্য নয়’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩
‘তামিম পাঁচ ম্যাচ খেলতে চেয়েছিলেন, সত্য নয়’

বিশ্বকাপ দল ঘোষণার আগেই সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছিল যে, পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে গ্রুপ পর্বে পাঁচটি ম্যাচ খেলতে চান তামিম ইকবাল। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুু জানালেন, এমন কোন কথা তামিম ইকবাল বলেননি। তবে পুরো বিষয়টি নিয়ে তামিমের সাথে কথা হয়েছে।

ভারতের অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা পাননি ওপেনার তামিম ইকবাল। ইনজুরির কারণে ড্যাশিং ওপেনার খ্যাত এ টাইগার ব্যাটারকে বিশ্বকাপ দলে বিবেচনা করা হয়নি।

দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে সাংবাদিকের নানা প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক। সংবাদ সম্মেলনে ঘুরেফিরে তামিম ইকবাল ইস্যুতে কথা বলতে হয়েছে নির্বাচকদের।

সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়া ‘তামিম ইকবালের পাঁচ খেলার’ তথ্য সম্পর্কে জানতে চাওয়া হলে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “এ ধরনের কথা আমরা জানি না। মিডিয়াতে অনেক কথাই শুনছি, অনেক আলোচনাই দেখছি, কিন্তু আমাদের কাছে এ ধরনের কোন ইনফরম্যাশন ছিল না।”

তবে তামিম ইকবালকে হুট করেই বাদ দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় বলেও জানান তিনি। টাইগারদের প্রধান নির্বাচক বলেন, “তবে তামিমের সাথে আলোচনা হয়েছে। যেটা বললাম, সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত (তামিমকে বাদ) নেওয়া হয়েছে।”

শুধু তাই নয়, তামিমের ইনজুরি নিয়ে অধিনায়ক সাকিব আল হাসানও বিরক্ত ছিলেন কিনা এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন মিনহাজুল আবেদীন। বলেছেন, “সাকিব এমন কিছু বলেননি। পুরো টিম মেনেজম্যান্টের সিদ্ধান্তেই বিশ্বকাপ স্কোয়াড করা হয়েছে। টিম মেনেজম্যান্টের মধ্যে অধিনায়ক, কোচও রয়েছেন।”


শেয়ার করুন :