বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনে সিদরাকে জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ নভেম্বর ২০২৩
বাংলাদেশের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘনে সিদরাকে জরিমানা

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে রয়েছে সফরকারীরা। তবে ম্যাচে আইসিসি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের নিদরা আমিনকে জরিমানা করা হয়েছে।

আইসিসির এব সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে সিদরা আমিনকেম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সাথে তার নামের পাশে শাস্তিমূলক একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে। বাংলাদেশের দেওয়া ৮২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে এলবিডব্লিউ হন সিদরা। বাংলাদেশের বোলার নাহিদা আক্তারের মিডল স্টাম্পে পিচ করা ডেলিভারি সুইপ খেলার চেষ্টা করেন তিনি। তবে ব্যাটের খুব কাছ দিয়ে যাওয়া বল প্যাডে আঘাত করে।

আম্পায়ার মাসুদুর রহমান আউট দিলে মেনে নিতে পারেননি সিদরা। বল তার ব্যাটে (গ্লাভসে) লেগেছে ইঙ্গিত করে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। ক্রিজে দাঁড়িয়েই হাত দিয়ে আঘাত করেন ব্যাটে। পরে অবশ্য মাঠ ছাড়েন তিনি।

ম্যাচ শেষে সিদরা অপরাধ স্বীকার করে নিয়েছেন। ফলে নতুন করে আর শুনানির প্রয়োজন হয়নি।


শেয়ার করুন :