বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ১২ নভেম্বর ২০২৩
বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি

স্বাগতিক ভারত এবং আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হচ্ছে বিশ্বকাপের লিগ পর্বের খেলা। নিজেদের খেলা আট ম্যাচে আটটিতে জয় তুলে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে রোহিত শর্মারা। বিপরীতে দুই জয়ে টেবিলের তলানীতে থাকা আইরিশদের চলমান আসরে এটাই শেষ ম্যাচ।

লিগ পর্ব শেষে এবার শুরু হবে নকআউট পর্বের লড়াই। ইতিমধ্যে লিগ পর্ব থেকে সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল খেলবে ফাইনালে যাওয়ার ম্যাচ।

শীর্ষে থাকা ভারত অনেক আগেই সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। ভারত ছাড়া বাকি তিন দল হলো- দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তাদের মধ্যে শীর্ষে থাকা ভারত খেলবে চার নম্বর দল নিউজিল্যান্ডের বিপক্ষে। এছাড়া দুই ও তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় সেমিফাইনালে লড়াই করবে।

লিগ পর্বে খেলে সেমিফাইনাল নিশ্চিত করা একমাত্র ভারত এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। এছাড়া বাকি সবগুলো দলগুলোই পরাজয়ের স্বাদ পেয়েছে। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা লিগ পর্বে নিজেদের ৯ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে। দুটি হারের মোট ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

এছাড়া তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াও ৯ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার সমান ১৪ পয়েন্ট অর্জন করলেও রান রেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে রয়েছে অসিরা। আর ৯ ম্যাচে ৫ পয়ে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গতবারের রানাসআপ নিউজিল্যান্ড।

লিগ পর্ব শেষে ১৫ নভেম্বর মুম্বাইয়ের মাঠে গড়াবে আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচ। পরদিন ১৬ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

চার দলের সেমিফাইনালের লড়াই শেষে দুই ফাইনালিস্ট দিয়ে চূড়ান্ত লড়াইয়ের ম্যাচটি মাঠে গড়াবে ১৯ নভেম্বর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের ওই ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের ১৩তম আসরের।

সেমিফাইনাল ও ফাইনাল সূচি
১৫ নভেম্বর (মুম্বাই) : ভারত বনাম নিউজিল্যান্ড
১৬ নভেম্বর (কলকাতা) : দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া

১৯ নভেম্বর (আহমেদাবাদ) : ফাইনাল।


শেয়ার করুন :