বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিং ব্যর্থতা, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪০ পিএম, ২১ মার্চ ২০২৪
বাজে ফিল্ডিংয়ের পর ব্যাটিং ব্যর্থতা, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলো বাংলাদেশের মেয়েরা

মিরপুরে প্রথমবারের মতো খেলতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে একের পর এক মিস ফিল্ডিং এবং ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের স্বাদ পেল নিগার সুলতানা জ্যোতিরা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১১৮ রানের ব্যবধানে জয় তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মেয়েরা।

বৃহস্পিতিবার (২১ মার্চ) মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। যেখানে ১১২ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা।

বোলিং ভালো হলেও বাংলাদেশের এলোমেলা ফিল্ডিং বেশ ভালোভাবেই কাজে লাগায় অস্ট্রেলিয়ার মেয়েরা। শেষ দিকে সাত নম্বরে নামা সাদারল্যান্ডের অপরাজিত ৫৮ রানের ইনিংস এবং ৯ নম্বরে নামা অ্যালানা কিংয়ের ৩১ বলে ৪৬ রানের ক্যামিও ইনিংসে বড় সংগ্রহ পেয়ে যায় অস্ট্রেলিয়া। অ্যালানা কিং শেষ ওভারে ৪টি ছক্কা হাঁকান।
sportsmail24

জবাবে ব্যাট করতে নেমে রান আউটেই কাটা পড়েন টাইগ্রেসদের তিন ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বাকি ব্যাটাররাও দাঁড়াতে পারেননি। শেষ দিকে ২৫ রানে ৮ উইকেট হারিয়ে শত রানের আগেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

২ উইকেটে ৭০ থেকে ৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৪ ওভার বাকি থাকতেই বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ১১৮ রানের জয় তুলে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করেন জ্যোতি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন সোবহানা মোস্তারি। আর মুর্শিদা খাতুনের ১০ রান ছাড়া বাকি কেউ দুই অংকে যেতে পারেনি। বাংলাদেশের পক্ষে একস্ট্রা রান এসেছে ২৩।



শেয়ার করুন :