ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেল বাংলাদেশ

ক্যারিবীয়ানদের বিপক্ষে জিতলেই চলতি বছর ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হত বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে সেটি হলো না, টানা তিন জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোঁচট খেল নিগার সুলতানা জ্যোতিরা। তুলনামূলক স্বল্প রানের সংগ্রহ নিয়ে ৩ উইকেটে হেরে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) লাহরের টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশের মেয়েরা। ব্যাট হাতে শারমিনা আক্তার ফিফটি (৬৭) এবং ওপেনার ফারজানা হক ৪২ রানের ইনিংস খেললেও দলের পক্ষে আর কেউ ব্যক্তিগত স্কোর বড় করতে পারেননি।

জবাবে ২৪ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় তুলে নিয় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, টানা তিন ম্যাচ জয়ের পর হারের স্বদ নেওয়ায় বিশ্বকাপের টিকিট পেতে শঙ্কায় পড়লো বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলে কোন হিসেব নিকেষ ছাড়াই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট।

তবে পাকিস্তানের বিপক্ষে জয় ছাড়াও বাংলাদেশ নারী দলের সামনে বিশ্বকাপে যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অবশ্য নানা হিসেব-নিকেষের মধ্য দিয়ে যেতে হবে।

পাকিস্তানের বিপক্ষে হারলে বিশ্বকাপে যেতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে। যেখানে চার ম্যাচে তিনটিতে হেরে ইতিমধ্যে ছিটকে গেছে আয়ারল্যান্ড।

চার ম্যাচ শেষে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে পয়েন্ট সমান ৪ করে। বাকি এক ম্যাচে জয় পেলে বাংলাদেশের সমান ৬ পয়েন্ট হবে তাদের। তবে বাংলাদেশের চেয়ে নেট রান রেটে পিছিয়ে তারা। ফলে পাকিস্তানের বিপক্ষে হারলেও সুযোগ থাকছে বাংলাদেশের। তবে সব হিসেবে পাল্টে দিতে পাকিস্তানের বিপক্ষে জয়ে বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের সামনে।



শেয়ার করুন :