দুই বছর পর ওয়ানডেতে নাঈম, ফিরলেন তাসিকন-মোস্তাফিজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৩ এএম, ২৩ জুন ২০২৫
দুই বছর পর ওয়ানডেতে নাঈম, ফিরলেন তাসিকন-মোস্তাফিজ

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যে দল ঘোষণা করলো বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন ওয়াডে দলে ২ বছর পর ফিরেছেন নাঈম শেখ। ফিরেছেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানও। নাঈম ফেরায় বাদ পড়েছেন সৌম্য সরকার।

সোমবার (২৩ জুন) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দলটি ঘোষণা করেন। একই সাথে বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতেও দল জানানো হয়।

লঙ্কান ব্যাটারদের বিপক্ষে বল করতে দলে দলে দুই বিশেষজ্ঞ স্পিনারের সাথে পাঁচজন পেসার রাখা হয়েছে। এছাড়া নাঈম শেখ ফেরায় ওপেনার হিসেবে আছেন তিনজন, বাকি দুজন হলেন- তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন। সদ্য সাবেক অধিনায়ক (ওয়ানডে) নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়দের সাথে দুই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে রয়েছে দুজন- জাকের আলী অনিক এবং লিটন দাস।

পেস বিভাগে বড় খবর মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদের ফিরে আসা। লম্বা সময় ধরে ইনজুরিতে সমস্যায় থাকা তাসকিনকে লঙ্কা সিরিজেও পাওয়া নিয়ে শঙ্কা ছিল। অন্যদিকে, আইপিএলে আঙুলের চোট পাওয়া মোস্তাফিজ পাকিস্তান সিরিজ মিস করেছিলেন।

আগের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক জানান, সৌম্য পুরোনো চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় দলে রাখা হয়নি।

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দল বর্তমানে টেস্ট সিরিজ খেলছে। ওয়ানডে ডাক পাওয়া বাকি ক্রিকেটারাও এখন চলে যাবেন শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজ শেষে ২ জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ। একই মাঠে ৫ জুলাই দ্বিতীয় এবং ৮ জুলাই পাল্লেকেলেতে তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ওয়ানডে দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।



শেয়ার করুন :