ফিফটি ওভারের ম্যাচ শান্তর ‘ফিফটি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০২ জুলাই ২০২৫
ফিফটি ওভারের ম্যাচ শান্তর ‘ফিফটি’

দেশের জার্সি গায়ে ওয়ানডে ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমে ৩২তম ক্রিকেটার হিসেবে এ মাইলফলক স্পর্শ করেন শান্ত।

সদ্য সাবেক অধিনায়ক শান্তর আগে বাংলাদেশের হয়ে ৩১ জন ক্রিকেটার ৫০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহীম। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নিয়েছেন তিনি।

২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় শান্তর। এরপর ধীরে-ধীরে জাতীয় দলের ব্যাটিং লাইন আপে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন তিনি।

এই ম্যাচের আগে ৪৮ ইনিংসে ব্যাট করে ৩ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ৩৪.৭৭ গড়ে ১ হাজার ৫৬৫ রান করেছেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে আয়ারল্যান্ড-আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন শান্ত।

২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এছাড়া দলকে ১৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার অধীনে ৪ জয় ও ৯ ম্যাচে হেরেছে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজও তার নেতৃত্বে হওয়ার কথা ছিল। তবে টেস্ট সিরিজ চলাকালে শান্তকে ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব থেকে সরি দেয় আমিনুল ইসলাম বুলবুলের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব হারানোর পর টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব থেকেও নিজেকে সরিয়ে নেন শান্ত।



শেয়ার করুন :