লন্ডভন্ড ব্যাটিংয়ে হারলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২০ পিএম, ০২ জুলাই ২০২৫
লন্ডভন্ড ব্যাটিংয়ে হারলো বাংলাদেশ

অধিনায়ক চারিথ আসালঙ্কার সেঞ্চুরি করলেও শ্রীলঙ্কাকে ২৪৪ রানে আটকে রেখেছিল তাসকিন-তানজিমরা। তবে বাংলাদেশের ব্যাটারদের পারফর্ম্যান্স ছিল আরও হ-য-ব-র-ল। লঙ্কান বোলারদের তোপের মুখে মাত্র পাঁচ রানে সাত ব্যাটার সাজঘরে ফিরেছে। শেষ পর্যন্ত জাকের আলী লড়াই করলেও হার এড়ানো সম্ভব হয়নি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে হেরে গেছে বাংলাদেশ। এ হারে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.২ ওভারে ২৪৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপের মুখে ৩৫.৫ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ওপেনার তানজিদ হাসান তামিমের ৬২ এবং শেষ দিকে জাকের আলী অনিকের ৫১ রানের ইনিংস ছাড়া বাকিরা ছিলেন যাওয়া-আসার দৌড়ে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও তার নেতৃত্বের শুরুর ম্যাচে ডাক মেরেছেন।

দলীয় ১০০ রানে নাজমুল হোসেন শান্ত রান আউটে কাটা পড়ার পর এলোমেলো হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ১০০ রান থেকে ১০৫ রানে সাত ব্যাটারকে হারিয়ে বসে বাংলাদেশ। ফলে ২০.৫ ওভারে শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান।

এরপর অভিষিক্ত তানভির ইসলাম এবং মোস্তাফিজুর রহমানকে নিয়ে লড়াই করলেও শেষ রক্ষা হয়নি বাংলাদেশের। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি স্পর্শ করার পর শেষ উইকেট হিসেবে জাকের আলী অনিক আউট হলে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।

জাকের আলী অনিক ৬৪ বল খেলে ৫১ রান করেন। এছাড়া অভিষেক ম্যাচে ওপেনার পারভেজ হোসেন ইমন ১৩ এবং নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে ২৩ রান আসে। বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।

এর আগে অধিনায়ক চারিথ আসালঙ্কার সেঞ্চুরিতে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৪ রান করে স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট হাতে আসালঙ্কা ১০৬ রান করেন। সেঞ্চুরি করায় এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।



শেয়ার করুন :