শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৭ জুলাই ২০২৫
শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশের

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের এতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে ৭৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং ধসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় মিরাজ-মোস্তাফিজরা। ১৬ রানের দারুণ জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেছেন, “আমরা সেদিন যেভাবে হেরেছি সেটি মেনে নিতে পারিনি। কিন্তু আমরা মনোবল হারাইনি। আমরা জানতাম, সিরিজে ঘুরে দাঁড়াতে পারবো। অবশ্যই চূড়ান্ত লক্ষ্য হলো সিরিজ জয় এবং আমরা সেই লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।”

বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে পরিসংখ্যান বলছে, প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর মাত্র একবার তিন ম্যাচের সিরিজ জিতেছে টাইগাররা। সেটি ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে। তবে শ্রীলঙ্কার মাটিতে কখনও ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

২০১৩ এবং ২০১৭ সালে দু’বার লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। ওই দুই সিরিজের দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সর্বশেষ ২০১৯ সালে শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

সব মিলিয়ে ১০টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে বাংলাদেশ ২টি এবং শ্রীলঙ্কা ৬টি সিরিজ জিতে। দুই সিরিজ ড্র হয়। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ ম্যাচ খেলে মাত্র ১৩টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

এদিকে, পেশীতে টান লাগায় নাজমুল হোসেন শান্তকে নিয়ে উদ্বেগ তৈরি হলেও জানা গেছে, শান্ত ফিট আছেন এবং দলের সাথে অনুশীলন করেছেন। ফলে শেষ ম্যাচে তার না খেলার শঙ্কা নেই।

বাংলাদেশ দল
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা দল
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাধুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিট থাকা সাপেক্ষে), দিলশান মাধুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।



শেয়ার করুন :