আফগানদের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৮
আফগানদের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয়

আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে জয় তুলে নিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে আফগানিস্তানের ৭ উইকেটে ২৫৭ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

শুক্রবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই। ব্যাট করে আফগানদের দেয়া ২৫৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শূন্য রানেই ওপেনার ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান।

তবে প্রতিরোধ গড়ে তোলেন ইমাম-উল-হক (৮০) ও বাবর আজম (৬৬)। মাঝখানে রশিদ খান আর মুজিবের বোলিং তাণ্ডবে খেই হারিয়ে ফেললেও ম্যাচের ইতি টেনেই মাঠ ছাড়েন শোয়েব মালিক (৪৩ বলে ৫১)।

বল হাতে ১০ ওভারে ৪৬ রান খরচে ৩ উইকেট তুলে নেন রশিদ খান। ১০ ওভারে ৩৩ রান খরচে ২ উইকেট দখল করেন আরেক স্পিনার মুজিব উর রহমান।

শেষ দিকে পাকিস্তানের দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। ৪৯ তম ওভারে বল করতে আসেন স্পিনার রশিদ খান। প্রথম দুই বলে দুই সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করলেন দুই পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক ও মোহাম্মদ নওয়াজ। তৃতীয় বলেই মোহাম্মদ নওয়াজের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে জয়ের স্বপ্ন জাগিয়েছিলেন রশিদ।

রশিদের ওভারের চতুর্থ বলেই দারুণ এক ছক্কা হাঁকান হাসান আলী। বাকি দুই বল কোনো রান খরচ করেন নি রশিদ। শেষ ওভারে দরকার ১০ রান। ক্রিজে অভিজ্ঞ শোয়েব মালিক। মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই ডিপ স্কয়ারে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেন এই অলরাউন্ডার। পরের বলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় ছিনিয়ে নেন তিনি।


শেয়ার করুন :


আরও পড়ুন

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারলো বাংলাদেশ

একাধিক পরিবর্তন নিয়ে মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান

একাধিক পরিবর্তন নিয়ে মুখোমুখি আফগানিস্তান-পাকিস্তান

পরোয়ানা জারি হতে পারে শামির বিরুদ্ধে

পরোয়ানা জারি হতে পারে শামির বিরুদ্ধে

ভারত-পাকিস্তান ম্যাচের পাঁচ স্মরণীয় ঘটনা

ভারত-পাকিস্তান ম্যাচের পাঁচ স্মরণীয় ঘটনা