চতুর্থবারের মতো ‘টাইগারওয়াশের’ সামনে জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৬ অক্টোবর ২০১৮
চতুর্থবারের মতো ‘টাইগারওয়াশের’ সামনে জিম্বাবুয়ে

ব্যাটসম্যান-বোলারদের দৃঢ়তায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে এবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে।

পাঁচ ম্যাচের সিরিজে দু’বার ও তিন ম্যাচের সিরিজে একবার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তাই এবার চতুর্থবারের মত হোয়াইটওয়াশের সুযোগ বাংলাদেশের। আর এ লক্ষ্য নিয়েই আজ (শুক্রবার) চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়।

ফেভারিটের তকমা নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে বাংলাদেশ। মাঠে পারফরমেন্সে মাধ্যমেই তার প্রমাণও দেয় টাইগাররা। রাজধানী মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে জিম্বাবুয়েকে হারায় টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতেও জয় বঞ্চিত হয় জিম্বাবুয়ে। চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ব্রেন্ডন টেইলরের ৭৫, সিকান্দার রাজার ৪৯ ও সিন উইলিয়ামসের ৪৭ রানের সুবাদে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রানের লড়াকু স্কোর গড়ে জিম্বাবুয়ে। ২৪৭ রানের টার্গেট সহজ করে দেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও ইমরুল। উদ্বোধনী জুটিতে ১৪৮ রান যোগ করেন তারা।

তবে বাংলাদেশের জন্য হতাশার ছিল, ওয়ানডেতে নিজের প্রথম দু’ম্যাচেই শূন্য রানে আউট হন ফজলে মাহমুদ রাব্বি। দ্বিতীয় ওয়ানডেতে লিটন-ইমরুলের সেঞ্চুরি পাওয়া উচিত ছিল বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি, ‘আরও একটু ধৈর্য্য ধরে খেললে সহজেই সেঞ্চুরি পেতে পারতো লিটন ও ইমরুল। এ ধরনের ভুল নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে। আশা করব পরবর্তীতে এ ধরণের সুযোগ আসলে যাতে হাতছাড়া না করে।’

অন্যদিকে দুই ওয়ানডেতেই ইমরুলের কাছে হেরেছে বলে দ্বিতীয় ম্যাচ শেষে মন্তব্য করেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বলেন, ‘আমরা আগেই বুঝতে পেরেছিলাম, সাকিব-তামিমের পরিবর্তে যারা খেলবে তারা নিজেদের সেরাটই ঢেলে দেবে। দুই ম্যাচের দুর্দান্ত করেছে ইমরুল। দু’টি ম্যাচেই আমাদের শেষ করে দিয়েছে সে।’

তবে সিরিজে ভালো সুযোগ তৈরি করেছিল জিম্বাবুয়ে। কিন্তু নিজেদের ভুলেই সুযোগগুলো হাতছাড়া করেছে দল বলে মনে করেন মাসাকাদজা। তিনি বলেন, ‘এই সিরিজটি আমরা টার্গেট করেছিলাম। আমার মতে আমাদের বেশ ভালো সুযোগ ছিল। দুই ওয়ানডেতে আমরা ভাল অবস্থায় ছিলাম। কিন্তু ভালো অবস্থান ধরে রাখতে পারিনি।’

বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার, আরিফুল হক, সৌম্য সরকার, ফজলে মাহমুদ, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম ও রুবেল হোসেন।

জিম্বাবুয়ে দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), তেন্ডাই চাতারা, এলটন চিগুম্বুরা, ক্রেইগ আরভিন, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রেন্ডন মাভুতা, সলোমন মির, পিটার মুর, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, সিন উইলিয়ামস ও চেপাস ঝুয়াও।



শেয়ার করুন :


আরও পড়ুন

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

যেখানে জিম্বাবুয়ের কাছে হারের রেকর্ড নেই বাংলাদেশের

তৃতীয় ম্যাচে ডাক পেলেন সৌম্য

তৃতীয় ম্যাচে ডাক পেলেন সৌম্য

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ

জিম্বাবুয়ে-বাংলাদেশ টেস্ট চার নতুন মুখ