মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৮
মোসাদ্দেকের সেঞ্চুরি, জয় পেল বাংলাদেশ

মোসাদ্দেক হোসেনের সেঞ্চুরিতে ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল। শুক্রবার টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকং-কে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ।

পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও পরের দিকের ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংস ও মোসাদ্দেক হোসেনের শতরানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

চার নম্বরে ব্যাট হাতে নেমে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮৬ বলে ১০০ রান করেন মোসাদ্দেক। এছাড়া জাকির হোসেন ৪৯, ইয়াসির আলি ৪৫, নাজমুল হোসেন শান্ত ৩৬ রান করেন। হংকং-এ আইজাজ খান ৩টি উইকেট নেন।

জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিল হংকং। ওপেনার নিজাকাত ও চার নম্বরে নামা বাবর হায়াতের ব্যাটিং লড়াইয়ে রেখেছিল হংকংকে। তবে দু’জনই নাভার্স নাইন্টিতে ফিরে গেলে ম্যাচ হারের স্বাদ পেতে হয় হংকংকে। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করে দলটি।

নিজাকাত ৯২ ও বাবর ৯১ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ও মোসাদ্দেক হোসেন ২টি করে উইকেট শিকার করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ৯৭ রানে হেরেছিল সোহান-মোসাদ্দেকরা। আগামী ৯ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২৮৬/৮ (জাকির ৪৯, শান্ত ৩৬, মোসাদ্দেক ১০০, ইয়াসির ৪৫, আফিফ ২০, সোহান ১৭; আফজাল ০/৩৩, নওয়াজ ২/৪৮, এহসান ১/৫৯, তানভির ১/২০, গাজানফার ১/৬৪, এজাজ ৩/৬২)

হংকং : ৫০ ওভারে ২৫৮/৭ (নিজাকাত ৯২, বাবর ৯১, ওয়াকাস ২, ওয়াসিফ ৩, আফজাল ৭, এহসান ১৪*, নওয়াজ ১*; তানভীর ১/৩৮, খালেদ ২/৬৯, শরিফুল ১/৫১, নাঈম ১/৪০, আফিফ ০/৩৭, মোসাদ্দেক ২/২৩)।


শেয়ার করুন :


আরও পড়ুন

হার দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের

হার দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের

তামিম-সৌম্যর জোড়া সেঞ্চুরি, জয় দিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

তামিম-সৌম্যর জোড়া সেঞ্চুরি, জয় দিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

প্রতিশোধ নয়, তবে সাকিবের চোখে জয়টা স্পেশাল

প্রতিশোধ নয়, তবে সাকিবের চোখে জয়টা স্পেশাল

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ