টস হেরেছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৮
টস হেরেছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। অন্যদিকে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফররত ওয়েস্ট ইন্ডিজ। ফলে বোলিং করছেন মাশরাফিরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলে ফিরেছেন দুই সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তাদের দলে ফেরাটা বাংলাদেশের জন্য বড় সুবিধা বলে মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেছেন, সাকিব-তামিম দলে থাকা আমাদের জন্য বিরাট অ্যাডভান্টেজ। প্রস্তুতি ম্যাচে তামিম দারুণ খেলেছে, এটা তামিমের জন্য স্বস্তি, আমাদের জন্যও স্বস্তি।

এদিকে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ ওয়ানডে সিরিজ শুরু করতে চায় জয় দিয়ে। দুইদলের আগের ৩১ ম্যাচের ৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ, ২০টিতে ওয়েস্ট ইন্ডিজ এবং অন্য দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আগের আট দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতে জিতেছে বাংলাদেশ, পাঁচটিতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

এছাড়া ২০০৯ সালে ক্যারিবিয়ানে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২ সালে ৩-২ ব্যবধানে দেশের মাটিতে জিতেছিল সিরিজ। এই বছরের মাঝমাঝি সময়ে সবশেষ সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ড্যারেন ব্রাাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, কাইরন পাওয়েল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল, ওশানে টমাস ওশাই হোপ।


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব-তামিমের ফেরা বড় সুবিধা

সাকিব-তামিমের ফেরা বড় সুবিধা

দেশের মাঠে মাশরাফির শেষ সিরিজ?

দেশের মাঠে মাশরাফির শেষ সিরিজ?

ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

ওয়ানডেতে পেসারদের প্রতিই আস্থা ম্যাশের

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ