ভারতকে ২৯৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৫ জানুয়ারি ২০১৯
ভারতকে ২৯৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনিতে ওয়ানডে হারের পর সিরিজে টিকে থাকতে ভারতের কাছে দ্বিতীয় ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন ম্যাচের সিরিজে জয়ের আশা জিইয়ে রাখতে হলে অ্যাডিলেডে ম্যাচ জিততেই হবে ভারতকে। দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেটে ২৯৮ তুলেছে। ফলে সিরিজে সমতায় আনতে ভারতের করতে হবে ২৯৯ রান।

মঙ্গলবার টস জিতে অ্যাডিলেডে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরুটা যদিও ভাল হয়নি হোম টিমের। প্রথম ম্যাচের মতই দুই ওপেনার দ্রুত ফিরে যান প্যাভেলিয়নে। ক্যারি ১৮ ও ফিঞ্চ ৬ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাট করতে নেমে উসমান খাজা ২১ রান করে ফিরে যান প্যাভেলিয়নে।

তিন উইকেট পড়ার পর শন মার্শের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের হাল ধরেছিলেন পিটার হ্যান্ডসকম্ব। কিন্তু ২০ রানে জাডেজার বলে আউট হয়ে যান তিনি। একাই অন্য প্রান্ত থেকে লড়ছেন শন মার্শ। হ্যান্ডসকম্বের পর ২৯ রান করে ফিরে গিয়েছেন মার্কাস স্তইনিসও। পাঁচ উইকেট হারিয়ে ২০০ রানের গণ্ডি পেড়িয়েছে অস্ট্রেলিয়া। তার সঙ্গে নিজের সপ্তম সেঞ্চুরিটিও সেরে ফেলেন মার্শ। তিনি ১২৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফিরেন। এ ছাড়া ৪৮ রানের ইনিংস খেললেন গ্লেন ম্যাক্সওয়েল।

ভারতের হয়ে চার উইকেট নিলেন ভুবনেশ্বর কুমার। তিন উইকেট নিলেন মহম্মদ শামি। এক উইকেট রবীন্দ্র জাডেজার। যদিও কম রানে আটকানো গেল না অস্ট্রেলিয়াকে। এদিন ভারতের হয়ে এ দিন অভিষেক হল মোহাম্মদ সিরাজের।

অ্যাডিলেডের তাপমাত্রা ৪০ ডিগ্রির আসপাশে ঘুরছে। টসের আগে বিরাট কোহলি জানান, টস জিতলে তিনি ব্যাটিং নিতেই পছন্দ করবেন। একই মত ছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের।


শেয়ার করুন :


আরও পড়ুন

টস হেরে ফিল্ডিং পেল ভারত

টস হেরে ফিল্ডিং পেল ভারত

অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ, ভারতের সমতা

অস্ট্রেলিয়ার লক্ষ্য সিরিজ, ভারতের সমতা

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

নিষিদ্ধ রাহুল-হার্দিকের স্থানে ডাক পেলেন শঙ্কর-গিল

ভারতের ২৮৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

ভারতের ২৮৯ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া