সহজ লক্ষ্য ঘাম ঝরিয়ে জিতল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪১ পিএম, ০২ মার্চ ২০১৯
সহজ লক্ষ্য ঘাম ঝরিয়ে জিতল ভারত

ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার করা ২৩৬ রান ভারতের জন্য সহজ লক্ষ্য। কিন্তু এই সহজ লক্ষ্যটা তাড়া করতে গিয়ে ঘাম ঝরিয়ে কঠিন করে ৪৮.২ ওভারে জিতেছে ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত।

হায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে দল রানের খাতা না খুলতেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাঠছাড়া হন। মার্কুস স্টোইনিস ও উসমান খাজার ৮৭ রানের জুটিতে প্রতিরোধ গড়ে সফরকারীরা। কিন্তু ১০ রানের ব্যবধানে আউট হন দুজনই।

স্টোইনিস ৩৭ রানে বিদায় নেওয়ার পর ইনিংস সেরা ৫০ রানে খাজা আউট হন। এরপর ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান রেট বাড়াতে পারেনি অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের ৪০ ও অ্যালেক্স ক্যারের ৩৬ রান শেষ দিকে স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে অস্ট্রেলিয়া সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রানের বেশি তুলতে পারেনি।

জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ স্যামি ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন ভারতের পক্ষে।

লক্ষ্যে নেমে নাথান কোল্টার নাইল ও অ্যাডাম জাম্পার বলে টপ অর্ডারের চার ব্যাটসম্যান আউট হন ৯৯ রানের মধ্যে। ইনিংসের দ্বিতীয় ওভারে দলীয় ৪ রানে শিখর ধাওয়ান রানের খাতা না খুলে মাঠ ছাড়েন। রোহিত শর্মাকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে ফিরে যান বিরাট কোহলি। ৪৫ বলে ৪৪ রান করা অধিনায়ককে বিদায় করেন জাম্পা।

৪ রানের ব্যবধানে রোহিত (৩৭) ও আম্বাতি রাইডু (১৩) আউট হলে লড়াইয়ে ফেরে অস্ট্রেলিয়া। কিন্তু ধোনি ও কেদার তাদের স্বস্তিতে থাকতে দেননি। তাদের ১৪১ রানের অপরাজিত জুটিতে ১০ বল বাকি থাকতে জেতে ভারত। ৬৮ বলে চারটি চার ও একটি ছয়ে ৭১তম হাফসেঞ্চুরি করেন ধোনি।

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৭২ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন। কেদার ৮৭ বলে ইনিংস সেরা ৮১ রানে খেলছিলেন। বল হাতে এক উইকেট ও ম্যাচজয়ী ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার।


শেয়ার করুন :


আরও পড়ুন

শততম ম্যাচে ‘ডাক’ মারলেন ফিঞ্চ

শততম ম্যাচে ‘ডাক’ মারলেন ফিঞ্চ

ভরতীয় দলে ফেরার আর সুযোগ রইলো না নিষিদ্ধ শ্রীশান্তের

ভরতীয় দলে ফেরার আর সুযোগ রইলো না নিষিদ্ধ শ্রীশান্তের

ভারতকে হোয়াইটওয়াশ করে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া

ভারতকে হোয়াইটওয়াশ করে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া

ভারত-পাকিস্তান ম্যাচ : আইসিসি বৈঠকে যেসব প্রশ্ন উঠতে পারে

ভারত-পাকিস্তান ম্যাচ : আইসিসি বৈঠকে যেসব প্রশ্ন উঠতে পারে