ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩২ পিএম, ১০ মার্চ ২০১৯
ভারতের ৩৫৮ রানকে মামুলি বানিয়ে অস্ট্রেলিয়ার জয়

ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করে ৩৫৮ রান করে ভারত। ধরেই নেওয়া হচ্ছিলো ম্যাচটি ভারতের পক্ষে। কিন্তু সকল ধারণা ভুল প্রমাণ করে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে চতুর্থ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ৪ উইকেটে দাপুটে জয় পেলো অস্ট্রেলিয়া।

মোহালিতে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৩৫৮ রানের পাহাড় দাঁড় করিয়েছিল স্বাগতিক ভারত। কিন্তু সেই রানের চ্যালেঞ্জ ১৩ বল ও ৪ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলেছে অ্যারন ফিঞ্চরা। যার নেতৃত্ব দিয়েছেন অ্যাস্টন টার্নার। মূলত টার্নারের টর্নেডোতে ভর করেই সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারীরা। টার্নার ৪৩ বলে ৮৪ রানের টর্নেডো ইনিংস খেলেই দলকে জিতিয়েছেন।

এর আগে ওসমান খাজা ও পিটার হ্যান্ডসকম্ব দলকে জয়ের ভিত গড়ে দিয়ে যান। তৃতীয় উইকেটে এ দুজন ১৯২ রান করেন। ৯১ রানে ফিরে যান খাজা। আর ক্যারিয়ারের প্রথম শতক তুলে থামেন হ্যান্ডসকম্ব। ১০৫ বলে ১১৭ রান করেন। টার্নারকে সঙ্গ দেওয়ার জন্য ২৩ ও ২১ রানের ছোট অথচ কার্যকরী ইনিংস খেলেন ম্যাক্সওয়েল ও অ্যালেক্স ক্যারি। যে ক্যারিকে নিয়ে ৮৬ রানের লাভজনক জুটি গড়েন। দল জয়ের ২ রান বাকি থাকতে ক্যারি ফিরে গেলেও সমস্যা হয়নি। সিরিজে সমতা এনে মাঠ ছাড়েন টার্নার।ভারতের হয়ে বল হাতে জাসপ্রিত বুমরাহ ৩টি, ভুবনেশ্বর, কুলদ্বীপ ও চাহাল একটি করে উইকেট নেন।

ম্যাচের শুরুতে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের বিধ্বংসী ইনিংসে ৩৫৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিক ভারত। রোহিত শর্মা ৯৫ রানে ফিরে গেলেও ধাওয়ান ১১৫ বলে ১৪৩ রানের বিশাল ইনিংস খেলেন। এছাড়া ঋষভ ৩৬, রাহুল ২৬ ও শঙ্কর ২৬ রান করেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান তোলে। অস্ট্রেলিয়ার হয়ে ৭০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন প্যাট কামিন্স। ৩টি উইকেট নেন ঝাই রিচার্ডসন।

সিরিজের শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। আগামী বুধবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে।


শেয়ার করুন :


আরও পড়ুন

শেবাগ-শচীনকে পেছনে ফেললেন ধাওয়ান-রোহিত

শেবাগ-শচীনকে পেছনে ফেললেন ধাওয়ান-রোহিত

মাঠের ফিরেই ভয়ঙ্কর রূপে ওয়ার্নার

মাঠের ফিরেই ভয়ঙ্কর রূপে ওয়ার্নার

খাজার শতকে ভারতে বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

খাজার শতকে ভারতে বিপক্ষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

ব্যতিক্রমধর্মী টুপি পড়ে মাঠে নামলেন কোহলিরা (ভিডিও)

ব্যতিক্রমধর্মী টুপি পড়ে মাঠে নামলেন কোহলিরা (ভিডিও)