পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে সিরিজ নিশ্চিত চায় অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ২৬ মার্চ ২০১৯
পাকিস্তানের বাঁচা-মরার ম্যাচে সিরিজ নিশ্চিত চায় অস্ট্রেলিয়া

ছবি : গেটি ইমেজ

পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। বুধবার তৃতীয় ম্যাচ জিতলেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করবে অসিরা। ফলে দুই ম্যাচ হাতে রেখে বুধবারই সিরিজ নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না পাকিস্তান।

সিরিজ হার দিয়ে বছর শুরু করেছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে তারা। এরপর ওয়ানডে ফরম্যাটে আর কোন সিরিজে অংশ নেয়নি পাকিস্তান। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে বেশ আত্মবিশ্বাসী ছিল পাকিস্তান। কারণ নিজেদের চেনা কন্ডিশন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ানডে সিরিজটি।

তরব দুর্বার অস্ট্রেলিয়ার সামনে নিজেদের অসহায়ত্বই যেন প্রমাণ করলো পাকিস্তান। সিরিজের প্রথম দু’ম্যাচে ২৮০ রানের বেশি রান করেও দু’টিতেই ৮ উইকেটে পরাজিত হয় পাকিস্তান। দু’টি ম্যাচেই সেঞ্চুরি করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ভারত সফর শেষ করে সংযুক্ত আরব আমিরাতে খেলতে আসে অস্ট্রেলিয়া। ঐ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দু’ম্যাচেই হেরেছিল অসিরা। তাই সিরিজ হারের দ্বারপ্রান্তে পৌঁছে যায় তারা। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় ভয়ঙ্কর এক দলে পরিণত হয় ফিঞ্চের দল। সিরিজের বাকি ও শেষ তিন ম্যাচে অপ্রতিরোধ্য পারফরমেন্স করে অস্ট্রেলিয়া। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া।

পিছিয়ে পড়েও সিরিজ জয়ে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে পাকিস্তানের বিপক্ষে এখন দুর্বার অস্ট্রেলিয়া। এমনটাই বলছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

তিনি বলেন, ‘ভারত সিরিজের শেষ তিন ম্যাচ আমাদের চিন্তা-ভাবনা পাল্টে দিয়েছে। কিভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয় এবং ম্যাচ জয়ের জন্য কী কী করতে হয় তা আমরা জানি। দলের সবাই নিজেদের নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য।’

অন্যদিকে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সিরিজ বাঁচাতে মরিয়া এখন পাকিস্তান। সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ওয়ানডে জিততেই হবে তাদের। জয় ছাড়া অন্য কিছু ভাবার উপায় নেই তাদের।

প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান হারিস সোহেল বলেছেন, ‘আমাদের (পাকিস্তান) সামনে এখন একটিই সমীকরণ। আর তা’হলো- জয়। জয় ছাড়া কোন উপায় নেই। হেরে গেলে চলমান সিরিজ নিয়ে আমাদের আর কিছুই করার থাকবে না। তাই যেভাবেই হোক তৃতীয় ম্যাচে আমরা জয় চাই।’

ফলে তৃতীয় ওয়ানডে জেযের লক্ষ্য নিয়েই খেলতে নামবে দুই দল। আবু ধাবিতে সিরিজের তৃতীয় এ ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।


শেয়ার করুন :


আরও পড়ুন

পেসার ফাহিমকে বিশ্রাম দিল পিসিবি

পেসার ফাহিমকে বিশ্রাম দিল পিসিবি

ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

ফিঞ্চের টানা সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দাপুটে জয়

উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

উত্তেজনাকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

মসজিদে হামলার প্রতিবাদ জানালো পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল

মসজিদে হামলার প্রতিবাদ জানালো পাকিস্তান ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল